আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নিসাব পরিমাণ অর্থ কতটুকু?

প্রশ্নঃ ৩০৮৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমার বোনের মোহরানার স্বর্ণের যাকাত নিয়ে কিছু মাসয়ালা দেখা দিয়েছে। আশা করি প্রশ্নগুলোর উত্তর দিয়ে কৃতজ্ঞ করবেন। প্রশ্নগুলো হলো ★ সাড়ে সাত ভড়ি স্বর্ন না থাকলে কি রুপা সমমূল্য আছে,  তবুও কি জাকাত দিতে হবে? কখন রুপা আর কখন স্বর্নের হিসাবে জাকাত দিবো? ★ স্ত্রীর ইনকাম নাই। স্বামী কি স্ত্রীর জাকাত দিয়ে দিতে পারবে? না পারলে স্ত্রী কিভাবে দিবে? ★ স্বামীর দেওয়া হাত খরচের টাকা থেকে স্ত্রী জাকাত দিতে পারবে কিনা? ★ স্বর্ন ৫ ভরি আছে + অন্যান্য সম্পদ, টাকা পয়সা আছে তাহলে ওই স্বর্নের জাকাত দিতে হবে  কিনা।

১৩ সেপ্টেম্বর, ২০২৩
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আমাদের দেশের বিচারে চারটি বস্তুর ওপর যাকাত আসে। এক. স্বর্ণ। দুই. রূপা। তিন. টাকা। চার. ব্যবসার পণ্য।
স্বর্ণরূপার যাকাতে ক্ষেত্রে বিধান হলো, যদি শুধু স্বর্ণ থাকে (রূপা, টাকা, বা ব্যবসার পণ্য না থাকে) তাহলে তার নেসাব হলো, সাড়ে সাত ভরি। অথবা যদি শুধু রূপা থাকে ( স্বর্ণ , টাকা, বা ব্যবসার পণ্য না থাকে) তাহলে তার নেসাবের পরিমাণ হলো, সাড়ে বায়ান্ন ভরি।

যদি কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা, বা কিছু স্বর্ণ, কিছু টাকা বা ব্যবসার পণ্য থাকে তাহলে সেক্ষেত্রে যাকাত নির্ধারণের বিধান হলো, সেগুলোর সামষ্টিক মূল্য যদি সাড়ে বায়ান্ন ভরি রূপার সমান হয় তাহলে যাকাত দিতে হবে।
আমাদের সমাজের অন্তত ৪০ শতাংশ নারীর কাছেই কিছু না কিছু সোনারূপা থাকে। তার সাথে যদি খরচের অতিরিক্ত টাকা থাকে আর তার ওপর বছর পূর্তি হয় তাহলে তার যাকাত দিতে হবে। মোট কথা সামষ্টিক সম্পদ মিলেও যদি নেসাব হয়ে যায় তাহলে তার যাকাত দিতে হবে। আর যাকাতের পরিমাণ হলো, শতকরা ২.৫০%। যার যাকাত তাকেই দিতে হয়। তবে যদি তার অনুমতিক্রমে অন্য কেউ দিয়ে দেয় তাহলে তার অবকাশ আছে। কাজেই স্বামী যদি স্ত্রীর যাকাত দিয়ে দেয় তাহলে তা জায়েজ হবে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন