আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

অমুসলিমকে কি হারাম খাবার খাওয়ানো যাবে?

প্রশ্নঃ ৩০০২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন চিল যে, আমার কাচে হারাম খাবার আচে তা একখোনি কিনা তা কি আমি কোন বিধর্মি বন্ধকে দিতে পারব? বা খেতে দিলে কি আমার গুনা হবে?

১২ মার্চ, ২০২৩
চট্টগ্রাম ৪০০০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
হারাম খাবার যেমনিভাবে কোনো মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই তেমনিভাবে কোনো অমুসলিমকেও খাওয়ানো জায়েজ নাই। মানুষ যদি কোন মুসলিম বা অমুসলিমকে খাওয়াতে চায়, তবে তাকে হালাল খাবার খাওয়াতে হবে এবং তাকে হালাল পানীয় পান করাতে হবে। কেননা যেমনিভাবে নিজে আল্লাহর অবাধ্য হওয়া জায়েজ নাই তেমনিভাবে (হারাম খাওয়ানোর মাধ্যমে) অন্যকেও আল্লাহর অবাধ্য হতে সাহায্য করা জায়েজ নাই।

কাজেই ওই খাবার আপনি নিজেও খেতে পারবেন না এবং অন্যকোনো মানুষকেও খাওয়াতে পারবেন না।

إن أراد أن يطعم مسلما أو كافرا : أن يطعمه من الطيب الحلال ، ويسقيه من الطيب الحلال ، ولا يعينه على معصية الله جل جلاله ، ولا يعصي هو ربه ، لأجل أن يطعم غيره أو يسقيه .

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন