জামাতের ফযিলত বিষয়ক ২৫ গুণ নেকীর হাদীসের ব্যাখ্যা
প্রশ্নঃ ২৯৩১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ! সম্মানিত শায়েখগনের নিকট একটি হাদিসের ব্যাখ্যা জানতে চাই! হাদীসটি বুখারী শরীফে উল্লেখ আছে হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন কোন ব্যক্তির নামাজ যাহা জামাতে পড়া হইয়াছে, ঘরে কিংবা বাজারে একাকী পড়া নামাজের চেয়ে 25 /27 গুণ ফজিলত রাখে। এই হাদীসের ব্যাখ্যায় ফাজায়েলে আমল গ্রন্থে হযরত শাইখ লিখেছেন-3,35,54,432 (তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশত বত্রিশ ) আমি এ বিষয়ে নিশ্চিত যে ব্যাখ্যাটি সঠিক। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যাটি বুঝতে সক্ষম হই নাই আশা করছি এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে উপকৃত করবেন জাযাকুমুল্লাহু খাইরান। রহমাতুল্লাহ মোল্লা,পশ্চিম রাণাঘাটা,পূর্ব রাণাঘাটা , মথুরাপুর ,দঃ চব্বিশ পরগনা ভারত।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রথমে হাদিসটি দেখুনঃ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ " صَلاَةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ، لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ، لَمْ يَخْطُ خُطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ، وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي ـ يَعْنِي عَلَيْهِ ـ الْمَلاَئِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ ".
৪৬৩। মূসা’দ্দাদ (রাহঃ) ... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ জামা’আতের সাথে নামায আদায় করলে ঘর বা বাইরে নামায আদায় করার চাইতে পঁচিশগুণ সাওয়াব বৃদ্ধি পায়। কেননা, তোমাদের কেউ যদি ভাল করে উযু করে কেবল নামাযের উদ্দেশ্যেই মসজিদে আসে, সে মসজিদে প্রবেশ করা পর্যন্ত যতবার কদম রাখে তার প্রতিটির বিনিময়ে আল্লাহ তা’আলা তার মর্যাদা ক্রমান্বয়ে উন্নীত করবেন এবং তার এক-একটি করে গুনাহ মাফ করবেন। আর মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত নামাযের অপেক্ষায় থাকে ততক্ষণ তাকে নামাযেই গণ্য করা হয়। আর নামাযের শেষে সে যতক্ষণ ঐ স্থানে থাকে ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য এ বলে দু'আ করেন: ইয়া আল্লাহ! তাকে ক্ষমা করুন, ইয়া আল্লাহ! তাকে রহম করুন-যতক্ষণ সে কাউকে কষ্ট না দেয়, সেখানে উযু ভঙ্গের কাজ না করে।
আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ (সহীহ বুখারী)
হাদিস নং: ৪৬৩ আন্তর্জাতিক নং: ৪৭৭
তাহকীকঃ তাহকীক নিষ্প্রয়োজন
বর্ণনাকারীঃ আবু হুরায়রা (রাঃ)(মৃত্যুঃ ৫৭/৫৮/৫৯ হিজরী)
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/474
হাদীসটি জামাতের ফযিলত বিষয়ক। এই হাদীসের ব্যাখ্যায় শাইখুল হাদীস যাকারিয়া কান্ধলভী রহ. তার জগৎবিখ্যাত মাকবুল কিতাব ফাযায়েলে আমালে একাধিক ব্যাখ্যা ও মত উল্লেখ করেছেন।
তন্মধ্যে একটিতে ২৫ বার দ্বিগুণ নেকীর কথা বলা হয়েছে তথা ২৫ বার পর্যন্ত দ্বিগুণ নেকী হতে থাকবে যা গণিতের ভাষায় এরূপঃ ২^২৫।
ফলাফলঃ ২^২৫ = ৩৩৫৫৪৪৩২ (তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশত বত্রিশ)।
এখানে ২৫ বার দ্বিগুণ মানে ২ কে ২৫ বার ২ দিয়ে গুণ দিতে হবে। (২x২x২x২x২...….মোট ২৫ বার) গণিতের ভাষায় ২^২৫ = ৩৩৫৫৪৪৩২।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন