আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মেডিকেল টেস্টে রোগী প্রেরণকারী ডাক্তারের জন্য কমিশন গ্রহণ..

প্রশ্নঃ ২৮৫৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করি । আমার মাধ্যমে কোন রোগী ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখাতে আসলে, ডাক্তার যদি কোন টেষ্ট দেয়, তাহলে ঐ টেষ্ট গুলো থেকে ডায়াগনস্টিক সেন্টার আমাকে ৫০% টাকা কমিশন দেয়, আবার কিছু কিছু টেষ্টে আরও কমও কমিশন দেয় । খুবই কাছের রোগী হলে, আমার কমিশনের সম্পূর্ণ টাকা ছাড় হিসেবে দিয়ে দেই । কিন্তু পরিচিত জানা শুনা অনেক রোগী আসে, তাদেরকে আমার কমিশন থেকে ২০%-৩০% ছাড় হিসেবে দেই, আর ৫০% এর বাকি ৩০%-২০% টাকা আমার কমিশন থাকে । প্রতিদিনের কমিশনের টাকা প্রতিদিনই দিয়ে দেয় ডায়াগনস্টিক সেন্টার । বেতন দেয় মাসের শেষে । সরাসরি অর্থাৎ কারো মাধ্যম ছাড়া রোগী আসলে টেষ্ট গুলোর সম্পূর্ণ টাকা ডায়াগনস্টিক সেন্টার পায় । কমিশনের টাকাটা কি আমার জন্য হালাল হবে ?

২২ অক্টোবর, ২০২৩
ময়মনসিংহ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ডায়াগনস্টিক সেন্টারে রোগীর পরীক্ষা-নিরীক্ষায় ন্যায্য ব্যয়ের চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া এবং পরবর্তীতে রেফারেন্স দাতাকে সে টাকা কমিশন বা পার্সেন্ট আকারে দেওয়া সম্পূর্ণ প্রতারণা-জুলুম এবং হারাম কামাই। ইসলামের দৃষ্টিতে এর কোন সুযোগ নেই।

অনুরূপভাবে কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য আসলে পরীক্ষার বিল থেকে ৫০-৬০ পার্সেন্ট ডাক্তারকে কমিশন দেওয়া নাজায়েয। ডাক্তার রোগী দেখে প্রেসক্রিপশন লেখে ভিজিট নিয়েছেন এরপর পরীক্ষা-নিরীক্ষা থেকে আরেকবার কমিশন নেওয়া একই কাজের একাধিক বিল করুন হয় যা প্রতারণা এবং জুলুমের উপার্জন।


মেডিকেল টেস্টে রোগী প্রেরণকারী ডাক্তারের জন্য কমিশন গ্রহণের কোনো সুযোগ নেই। কারণ ডাক্তার আগেই প্রয়োজনীয় কাজের জন্য রোগীর কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন। তাই ল্যাব বা হাসপাতাল কর্তৃক ডাক্তারদের প্রদত্ত কমিশন শরিয়ত নিষিদ্ধ বিষয়, এটা উৎকোচের নামান্তর।
-ইমদাদুল ফাতাওয়া: ৩/৪১০, ফাতাওয়া রশিদিয়া: ৫৫৮

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন