আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

হারাম মাল দিয়ে দ্বিনি কাজ করে সাওয়াবের আশা করা

প্রশ্নঃ ২৮৩৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ফ্রেন্ডের কাছে কিছু টাকা আছে যা অবৈধ। হারাম পন্থায় টাকাগুলো সংগ্রহ করেছে। তার কাছে বর্তমানে বৈধ কোনো টাকা নাই। সেই এই অবৈধ টাকা দিয়ে ৩ চিল্লাতে যেতে চাই। তার কি যাওয়া ঠিক হবে? সে চাচ্ছে আল্লাহর রাস্তায় গিয়ে ভালো হয়ে যাবে, যদিও টাকাগুলো অবৈধ।

৫ ফেব্রুয়ারী, ২০২৩
ময়মনসিংহ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
হারাম উপার্জন দিয়ে ভালো কাজ মূল্যহীন। কেননা হারাম মাল তার মালিককে ফিরিয়ে দেওয়া আবশ্যক। আর হারাম মাল দিয়ে দ্বিনি কাজ করে সাওয়াবের আশা করাও কুফুরী।

رجل دفع إلی فقیر من المال الحرام شیئا یرجو بہ الثواب یکفر، ولو علم الفقیر بذلک فدعا لہ وأمن المعطی کفرا جمیعا.(الدرالمختار وحاشیة ابن عابدین (رد المحتار) 3/ 219، ط: مطلب فی التصدق من المال الحرام،ط: زکریا، دیوبند)

তাই তার জন্য আবশ্যক হলো, হালাল মাল দিয়ে চিল্লায় যাওয়া। আর হালাল মাল না থাকলে আল্লাহর কাছে হালাল মালের আশা ও দোয়া করা এবং নিজের ইমাম আমল হেফাজত করা এবং চিল্লার অপেক্ষা না করে দ্রুত তাওবা কর। কেননা চিল্লায় যাওয়া যদিও অত্যন্ত ভালো কাজ এবং অত্মসংশোধনের একটি উত্তম উপায় কিন্তু তার জন্য তাওবা বিলম্ব করা জায়েজ নাই।
https://darulifta-deoband.com/home/ur/zakat-charity/608348

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন