আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

স্ত্রীর দুধ পান করার হুকুম

প্রশ্নঃ ২৭১৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, বাচ্চা মারা গেলে স্ত্রীর দুধ ফেলে দিলে কোন অসুবিধা হবে কি? এবং বাচ্চা মারা গেলে স্ত্রীর দুধ স্বামী খেতে পারবে কী? দয়া করে বিস্তারিত দলিলসহ জানাবেন। উপকৃত হবো।

৩০ ডিসেম্বর, ২০২২
Ar Riyad

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রায় সকল আলেম এ ব্যাপারে একমত যে, স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম। (জাওয়াহিরুল ফিকহ ৭/৪৬)। কেননা, স্ত্রীর দুধ তার সন্তানের জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন,
وَالْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ
মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু বছর দুধ পান করাবে। (সূরা বাকারা ২৩৩)
সুতরাং কোনো অবস্থাতেই স্ত্রীর দুধ স্বামী পান করতে পারবে না। আর দুধ না ফেললে যদি শারীরিক সমস্যা যেমন, স্তনে ব্যথা ইত্যাদি হয়, তাহলে দুধ ফেলে দিলে কোনো অসুবিধা নেই।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন