আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মোবাইলে কুরআন পড়লে অযু লাগবে কি?

প্রশ্নঃ ২৭১০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোবাইলে কোরআন শরীফ পড়তে কি ওযু লাগে?

২৮ ডিসেম্বর, ২০২২
日本、〒৩৭১-০৮০৫ 群馬県前橋市南町2丁目65−4 レオパレス21ハヤシ (JP)

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


উক্ত মাসআলাটির ব্যাপারে সমকালীন মুফতিদের মাঝে দ্বিমত আছে। কেউ বলেন, স্ক্রিনে থাকা অবস্থায় মোবাইল বিনা অযুতে ধরা যাবে। কেউ বলেন, যাবে না। তবে সতর্কতাপূর্ণ মত হল, যেহেতু কুরআন মজিদ সর্বোচ্চ পবিত্র ও মর্যাদাসম্পন্ন। তাই এর পবিত্রতা ও মর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে স্পর্শ করার জন্য ওযুর শর্তারোপ করা হয়েছে। সে হিসাবে মোবাইলের স্ক্রিনে কুরআন মজিদের আয়াত বা কোনো পৃষ্ঠা খুললে তার যথাযথ মর্যাদা বজায় রাখতে হবে এবং লিখিত অংশ বিনা অযুতে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لا يَمَسُّ القُرآنَ إلَّا طاهِرٌ
পবিত্র হওয়া ছাড়া কুরআন কেউ স্পর্শ করবে না। (সহিহ আল জামি’ ৭৭৮০)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন