আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

এক নামাজের জন্য দুইবার আযান দেয়া

প্রশ্নঃ ২৬৮৯৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈশার সময় কারেন্ট ছিল না তাই মুখে আযান দিছে কারেন্ট আসার পরে আবার আযান দিতে পারবে ??

২৯ ডিসেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যদি মাইক ছাড়া আযান দেওয়ার দ্বারা আশেপাশের মানুষজন ভালোভাবে শুনতে না পায়, আযান সম্পর্কে কোন খবরও তারা না পায়, তাহলে ওই আজান পুনরায় দেয়া জায়েজ আছে। যখন কারেন্ট আসবে, তখন পুনরায় আযান দেওয়া বৈধ হবে। আর যদি বড় মাঠে সকলের সামনে আযান দেওয়া হয়, সবার মাঝে নামাজের খবর পৌঁছে যায়, তাহলে পুনরায় আযান দেওয়া ঠিক হবে না। একবার আযান দেওয়ার পর একান্ত প্রয়োজন ব্যতীত দ্বিতীয়বার আজান দেওয়া ঠিক নয়।

দলিলসমূহ
في البحر الرائق
ﻷﻥ ﺗﻜﺮاﺭﻩ ﻣﺸﺮﻭﻉ ﻛﻤﺎ ﻓﻲ ﺃﺫاﻥ اﻟﺠﻤﻌﺔ؛ ﻷﻧﻪ ﻹﻋﻼﻡ اﻟﻐﺎﺋﺒﻴﻦ ﻓﺘﻜﺮﻳﺮﻩ ﻣﻔﻴﺪ ﻻﺣﺘﻤﺎﻝ ﻋﺪﻡ ﺳﻤﺎﻉ اﻟﺒﻌﺾ ﺑﺨﻼﻑ ﺗﻜﺮاﺭ اﻹﻗﺎﻣﺔ ﺇﺫ ﻫﻮ ﻏﻴﺮ ﻣﺸﺮﻭﻉ

في تبيين الحقائق
اﻟﻤﻘﺼﻮﺩ ﻣﻦ اﻷﺫاﻥ اﻹﻋﻼﻡ ﻭﻻ ﻳﺤﺼﻞ ﺫﻟﻚ ﺑﺎﻹﺧﻔﺎء ﻓﺼﺎﺭ ﻛﺴﺎﺋﺮ ﻛﻠﻤﺎﺕ اﻷﺫاﻥ

فتاوی محمودیہ میں ہے یہ
اگر اذان کی خبر سب کو ہوگی اور بجلی بھاگ جانے سے پوری اذان کی آواز نہیں پہنچ سکی تو یہ بھی کافی ہے
دوسری اذان کی ضرورت نہیں تاہم اگر دوسری اذان پڑھ دی جائے تب بھی کوئی گناہ نہیں

والله اعلم بالصواب

মুফতী সিরাজুল ইসলাম খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর