আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পেশা হিসেবে খেলাকে গ্রহণ করা জায়েয হবে কি?

প্রশ্নঃ ২৬৮০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খেলোয়াড় হওয়া কি হারাম না হালাল?

২২ ডিসেম্বর, ২০২২
বসুরহাট ৩৮৫০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


খেলোয়াড় হওয়া তথা পেশা হিসেবে খেলাকে গ্রহণ করা বহুবিধ কারণে জায়েয হবে না। যেমন–
১. এটি খেলার মধ্যে ডুবে থাকার প্রতি ইঙ্গিত করে। অথচ আল্লাহ তাআলার ভাষায়; এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা বলত,
إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلُعَبُ
আমরা তো কথার কথা বলছিলাম এবং খেলা করছিলাম। (সূরা তাওবা ৬৫)
২. ফকিহগণ বলেছেন,
لا یجوز علی الغناء والنوح والملاهي
‘গান, নাওহাহ ও বিনোদনের মাধ্যমে অর্থ উপার্জন জায়েয নেই। (তাবইয়ীনুল হাকায়িক, বৈরুত, ১১৮)। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَالَّذِیْنَ ہُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ
মুমিনরা অনর্থক কাজ থেকে বিরত থাকে। (সূরা মুমিনূন ০৩)
আবু হুরাইরা রাযি. বলেন, রাসূল্লাহ ﷺ বলেছেন,
من حُسنِ إسلام المرءِ تركُهُ ما لا يعنيه
একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হল যে, তার জন্য জরুরী নয় এমন কাজ সে ত্যাগ করে। (জামে তিরমিযী ২২৩৯)
৩. বর্তমানে খেলার সঙ্গে মিউজিক, গান, বাজনা ও বাদ্যযন্ত্র, নগ্ন ও অশ্লীল ছবি, জুয়াসহ ইসলাম ও ঈমান পরিপন্থী আরো বহু বিষয় যুক্ত আছে। সুতরাং এজাতীয় খেলা নিঃসন্দেহে হারাম। আর যেটা হারাম, তার মাধ্যমে উপার্জন করাও হারাম।
আল্লাহ তাআলা বলেন,
 إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلۡفَٰحِشَةُ فِي ٱلَّذِينَ ءَامَنُواْ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ
যারা চায় যে, মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটুক তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জান না। (সূরা নূর: ১৯)
৩. তাছাড়া খেলোয়াড়দের প্রাপ্ত অর্থের (মাসিক বেতন, ম্যাচ ফি, পুরস্কার) অধিকাংশই আসে সরাসরি হারাম উৎস থেকে। যেমন বাংলাদেশের প্লেয়াররা মাসিক যে অর্থ পায় সেটা সরকার থেকে নয়; বিসিবি থেকে আসে। যার অর্থের উৎস হালাল-হারাম মিশ্রিত। আবার বৈশ্বিক টুর্নামেন্ট কিংবা ম্যাচ-ফি, পুরস্কারের অর্থের বড় অংক আইসিসি থেকে সরাসরি আসে। যার বেশিরভাগ হারাম। সুতরাং খেলাকে কোনভাবেই পেশা হিসেবে গ্রহণ করা জায়েয হবে না।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন