আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

কৃমি বের হলে অযুর হুকুম

প্রশ্নঃ ২৬৫৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কৃমির কারণে কি অজু নষ্ট হয়ে যায়? আর যদি অনবরত হতেই থাকে তাহলে কি করবো?

২৪ ডিসেম্বর, ২০২২
ঢাকা ১২৩০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পায়খানার রাস্তা দিয়ে কৃমি বের হলে ওযু ভেঙ্গে যায়। চাই কৃমির শরীরে কোন নাপাক লেগে থাকুক বা না লেগে থাকুক। সুতরাং কৃমি বের হওয়ার পরে পুনরায় ওজু করতে হবে।

আর যদি কৃমি এত বেশি বের হয় যে, এক ওয়াক্তের মধ্যে চার রাকাত নামাজ পড়ার সময় পাওয়া যায় না, তাহলে মাজুর বলে গণ্য হবে। মাজুরের বিধান হল, যদি কোন নামাজের পুরা ওয়াক্ত কৃমি বের হতে থাকে, তাহলে অজু করবে এবং ওই অবস্থায় নামাজ পড়বে। ওয়াক্ত চলে যাওয়ার পর পুনরায় আবার অজু করে নামাজ পড়বে। মাঝখানে যা না নাপাকি বের হচ্ছে, তাতে কোন সমস্যা নেই। মাযুরের বিস্তারিত বিধান জানার জন্য নিচে একটি লিংক দেয়া হলো। সেখানে দেখতে পারেন।

في الفتاوى الهنديه
"الدُّودَةُ إذَا خَرَجَتْ مِنْ الدُّبُرِ فَهُوَ حَدَثٌ وَ إِنْ خَرَجَتْ مِنْ قُبُلِ الْمَرْأَةِ وَالذَّكَرِ فَكَذَلِكَ وَكَذَلِكَ الْحَصَاةُ. كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ."

https://muslimbangla.com/masail/10918

والله اعلم بالصواب

মুফতী সিরাজুল ইসলাম খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন