আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সাহু সেজদা ওয়াজিব না হওয়া সত্বেও সেজদা করা

প্রশ্নঃ ২৬৪১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নামাজ পড়াচ্ছিলাম এ সময় কেউ একজন আল্লাহু আকবার। বলে লোকমা দিল কিন্তু আমি কোনো ভুল করি নাই লাস্টে এসে আমি সেজদা সাহু দিয়েছি এতে কি আমার নামাজ হয়েছে?

১৪ ডিসেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সেজদায় সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও কেউ যদি সেজদা করে, তাহলে তার নামাজ হয়ে যাবে। তবে যদি সে ব্যক্তি নিশ্চিত থাকে যে, তার উপরে সেজদায় সাহু ওয়াজিব হয়নি, তা সত্ত্বেও খামাখা সেজদায় সাহু করে, তাহলে তার নামাজ মাকরুহ হবে। আর সন্দেহ থেকে বাঁচার জন্য সেজদায় সাহু করে নিলে কোন সমস্যা হবে না
দলীল সমূহ
الدر المختار مع رد المحتار: (403/1)
لوظن الامام السہو فسجد لہ فتابعہ فبان ان لاسہو فالاشبہ الفساد لاقتداۂ فی موضع الانفراد (درمختار) (قولہ فالاشبہ الفساد) وفی الفیض وقیل لاتفسد وبہ یفتی وفی البحر عن الظہیریہ قال الفقیہ ابواللیث فی زماننا لاتفسد لان الجہل فی القراء غالب

والله اعلم بالصواب

মুফতী সিরাজুল ইসলাম খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন