আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বরের খরচে কনের বাড়িতে খাবারের আয়োজন করা

প্রশ্নঃ ২৬৩৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের দেশে রীতি অনুযায়ী বিবাহে বর পক্ষ কনে পক্ষে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যেটা সঠিক নয়।আমার প্রশ্ন হলো আমি যদি কনের বাবাকে এই বিষয়টাতে অর্থ দিয়ে সহযোগিতা করি এটা বৈধ হবে? মানে খরচটা আমি বহন করার আসল উদ্দেশ্য হলো যাতে আমাদের উপর দাবি না রাখে এবং কিয়ামতে যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হিসেব দিতে না হয়।

২১ ডিসেম্বর, ২০২২
الدمام, Eastern Province Principality, Eastern Region, Saudi Arabia

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত ভাই!
আপনি যদি কনের বাড়ির খাবারের খরচ বহন করেন এবং তাতে কনের পরিবারের কোনো আপত্তি না থাকে তাহলে শরঈ দৃষ্টিকোণ থেকে যদিও এটা নিষিদ্ধ নয় তবে এখানে আরেকটি নতুন সমস্যা সৃষ্টি হতে পারে। এবং আমাদের সমাজের রুসুম রেওয়াজগুলো এভাবেই সূচিত হয়েছে। সেটা হলো এর মাধ্যমে ধীরে ধীরে সমাজের কনে পক্ষের মনে এই ধারণা জন্মাতে পারে যে, আমরা যতই খরচ করি বরপক্ষ তো তার আংশিক কিংবা পূর্ণ বহন করবেই!!

তখন এক প্রথা রোধ করতে গিয়ে আরেকটি প্রথার জন্ম নিবে। কাজেই আমাদের কাছে মনে হচ্ছে এরচেয়ে বরং আপনি আপনার মেহমানদের নিজ খরচে আপনার বাড়ীতে কিংবা অন্যকোনো স্থানে অলিমার আয়োজন করুন। এতে করে সুন্নতও আদায় হবে এবং সমাজের কুপ্রথাও দূরীভূত হবে।

নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন