আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

কোরআনের আয়াত পড়ে কালো সুতায় ফুঁক দেয়া কিংবা তাবিজ হিসেবে ব্যবহার করা

প্রশ্নঃ ২৬৩১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কালো সুতায় কোরআনের আয়াত পড়ে শরীরে রাখলে এবং কোরআনের আয়াত লিখে তাবিজ দিলে শিরক বা গুনাহ হবে?

২০ ডিসেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কোরআনের আয়াত পড়ে কালো সুতায় ফুঁক দেয়া এবং তা ব্যবহার করা সমস্যা নয়। কারণ, এগুলো মূলত ব্যবহার-পদ্ধতি। আউনুল মাবুদ-এ এসেছে,
وهي جائزة بالقرآن والأسماء الإلهية وما في معناها بالاتفاق وبما عداها حرام لا سيما بما لا يفهم معناه
কোরআন মজিদের আয়াত, আল্লাহ’র নাম ও অনুরূপ কিছু দ্বারা হলে ঝাড়ফুঁক করা সর্বসম্মতিক্রমে জায়েয। এছাড়া অন্য কিছু দ্বারা হলে; বিশেষত অর্থ বুঝে না আসলে তা হারাম। (আউনুল মাবুদ ১০/২৬৪)
অনুরূপভাবে কোরআনের আয়াত, আল্লাহর নাম বা দুআয়ে মাসুরা থাকলে তা শিরকি তাবিজ হয়না; বরং তা জায়েয তাবিজের আওতায় পড়ে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন,
يجوز أن يكتب للمصاب وغيره من المرضى شيئا من كتاب الله وذكره بالمداد المباح ويغسل ويسقى كما نص على ذلك أحمد وغيره
বিপদগ্রস্ত বা অসুস্থ লোকদের জন্য কালি দ্বারা আল্লাহর কিতাব, আল্লাহর জিকর লিখে দেয়া এবং ধুয়ে পান করা জায়েয। (ফাতাওয়া ইবনে তাইমিয়া-১৯/৬৪)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন