প্রশ্নঃ ২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন আমার মাধ্যমে কবর যিয়ারত করিয়েছে এবং আমার মাধ্যমে কুরআন খতম করে সওয়াবরেসানী করেছে। পরবর্তীতে সে আমাকে বলল, আপনি অনেক কষ্ট করেছেন- এ বলে কিছু টাকা দিল। এখন আমার জন্য তা নেওয়া বৈধ হবে কি? আরেকজন উক্ত কাজ করিয়ে সে বলল, কিছু হাদিয়া দিতে চাই। আমি বললাম, তা জায়েয নেই। আমার জানার বিষয় হল, আমার কষ্টের বিনিময়ে আমাকে একজন কিছু খাওয়াল বা হাদিয়া দিল তা জায়েয না হওয়ার কারণ কী?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মৃত ব্যক্তির সওয়াবরেসানীর উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত কষ্ট বা পরিশ্রম হলেও এর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা জায়েয নেই। কারণ এটি এমন কাজ, যা বিনিময়যোগ্য নয়। এক্ষেত্রে কষ্টের বিনিময়ে সওয়াব ও প্রতিদান পাওয়া যাবে। দুনিয়াতে এর বিনিময় নেওয়া যাবে না। হাদীস শরীফে কুরআন তিলাওয়াত করে বিনিময় গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন-
اقْرَءُوا الْقُرْآنَ، وَلَا تَأْكُلُوا بِهِ...
তোমরা কুরআন তিলাওয়াত কর। তবে এর বিনিময় গ্রহণ কোরো না। ...। (মুসনাদে আহমাদ, হাদীস ১৫৫৩৫)
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন