আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

উদ্দেশ্য পূরণ না হলে মান্নত পূরা করতে হবে কি?

প্রশ্নঃ ২৫৬৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতগুলো প্রশ্ন করার জন্য দুঃখিত। ১. ইসলামে মানত করা কি জায়েয আছে? যেমন- হে আল্লাহ্, এই চাকরিটা পেলে আমি এতো রাকাত নামাজ পড়ব বা এই পরীক্ষায় ভালো রেজাল্ট করলে এই কয়দিন রোজা রাখব ইত্যাদি। আর উক্ত কাজে কোনোভাবে সফল না হলে কী করতে হবে? তারপরও কি ওয়াদা পূরণ করতে হবে? ২. হায়েয অবস্থায় কি চোখে সুরমা দেওয়া যাবে? ৩. আমাদের যাদের আয়ের উৎস নেই, বাবা মা এর টাকায় চলি তারা যদি কাউকে কিছু দান করি তবে তার সওয়াব কার আমলনামায় যোগ হবে? আমার নাকি বাবা মা এর? জাযাকাল্লাহু খাইরান

২৪ নভেম্বর, ২০২২
পাবনা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কোনো বৈধ বস্তু অর্জনের আশায় মান্নত করা জায়েয আছে। তাই চাকরি পাওয়ার আশায় মান্নত করা যাবে এবং চাকরি পেলে কিংবা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তা পূর্ণ করতে হবে। উদ্দেশ্য পূরণ না হলে মানত আদায় করতে হবে না। (এমদাদুল আহকাম: ৩/২৯, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ৭/৩৮২)
হাদীসে আছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللهَ فَلْيُطِعْهُ
কেউ যদি আল্লাহ তাআলার আনুগত্যের মান্নত করে তাহলে সে যেন তা করে। (সহীহ বুখারী ৬৬৯৬)
উল্লেখ্য যে, শরিয়ত মানতকে বৈধ বললেও নিরুৎসাহ করেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
نَهَى النَّبِيُّ ﷺ عَنِ النَّذْرِ، وَقَالَ: إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ البَخِيلِ
রাসূলুল্লাহ ﷺ মান্নত করা থেকে নিষেধ করেছেন এবং বলেছেন যে, মান্নত কোনো কিছু ফিরিয়ে দিতে পারে না। মান্নত দ্বারা কেবল কৃপণদের থেকে কিছু সম্পদ বের করে নিয়ে আসা হয়। (সহীহ বুখারী ৬৬০৮)
প্রিয় প্রশ্নকারী ভাই, নিয়ম হল, একসঙ্গে একাধিক প্রশ্ন না করা। কেননা, একাধিক প্রশ্ন করা হলে প্রশ্নোত্তরের শিরোনাম দেওয়া, ক্যাটাগরি ঠিক করা, পাঠক-বান্ধব না হওয়াসহ আরো বিভিন্ন জটিলতা তৈরি হয়। তাই আপনার দ্বিতীয় ও তৃতীয় প্রশ্নটির উত্তর পেতে হলে নিয়ম মেনে পুনরায় প্রশ্ন করুন।
আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন