আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইসলামী পোশাক কেমন হওয়া উচিত

প্রশ্নঃ ২৫০০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামী লেবাস বলতে কোনো নির্দিষ্ট পোশাক আছে কি? সাধারণত শার্ট-প্যান্ট পরলেওতো সতর ঢাকা হয়ে যায়। কেউ যদি শার্ট-প্যান্ট পড়ে ইসলাম পালন করতে চাই তাহলে কি কোন সমস্যা হবে?

২৪ নভেম্বর, ২০২২
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ইসলাম মানুষকে কোনো পোশাক পরতে বাধ্য করেনি। পোশাকের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো পোশাক হতে হবে ঢিলেঢালা । যেন বাইরে থেকে দেয়াবয়ব অনুভব করা না যাায়। আর ইসলামী পোশাকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিধান হলো, বিধর্মীদের পোশাক না হওয়া। কেননা বিধর্মীদের অনুকরণে পোশাক পরিধান করা নাজায়েয। যেমন ইহুদী-খৃষ্টান পুরোহিতদের পোশাক। হিন্দুদের ধুতি-লেংটি, মাজার পূজারীদের লালশালু এবং শিয়াদের অনুকরণে পূর্ণ কালো পোশাক ইত্যাদি। হাদীস শরীফে এসেছে, ‘নিশ্চয়ই এটি কাফেরদের পোশাক। তোমরা তা পরিধান করো না।’ (সহীহ মুসলিম ৬/১৪৪; মুসতাদরাকে হাকেম ৪/১৯০)

অন্য এক হাদীসে এসেছে, ‘যে ব্যক্তি তাদের পোশাক পরবে সে আমার দলভুক্ত নয়। (তবারানী আওসাত ৩৯২১; ফাতহুল বারী ১০/২৮৪)

ইসলামের ড্রেসকোড সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংক এবং রেফারেন্স উত্তরটি দেখুন। https://www.alkawsar.com/bn/article/695/

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন