আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জাহান্নামীদের শয্যা ও পোশাক কেমন হবে?

প্রশ্নঃ ২৪৬২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন:-জাহান্নামের পোশাক কী হবে? শায়খ, প্লীজ, জানাবেন।

১১ নভেম্বর, ২০২২
V323+8G5

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


জাহান্নামীদের শয্যা ও পোশাক হবে আগুনের এবং আলকাতরার, যা কেবল তাদের শাস্তিই বৃদ্ধি করবে। যেমন, আল্লাহ তাআলা বলেন,
هَٰذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ ۖ فَالَّذِينَ كَفَرُوا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّن نَّارٍ يُصَبُّ مِن فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ
এই দুইজন (মুমিন ও অবিশ্বাসী) দুই প্রতিপক্ষ যারা তাদের পালনকর্তার ব্যাপারে বিতর্ক করে। কিন্তু যারা কাফের, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে; তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে উত্তপ্ত পানি। (সূরা হজ্জ ১৯)
অন্যত্র তিনি বলেন,
سَرَابِيلُهُم مِّن قَطِرَانٍ وَتَغْشَىٰ وُجُوهَهُمُ النَّارُ
তাদের পোশাক হবে আলকাতরার এবং আগুন তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে। (সূরা ইবরাহীম ৫০)
অন্যত্র তিনি আরো বলেন,
لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٌ وَمِن فَوْقِهِمْ غَوَاشٍۢ ۚ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلظَّٰلِمِينَ
জাহান্নামের আগুন হবে তাদের বিছানা এবং তাদের উপরেও থাকবে ভাঁজের উপর ভাঁজ করা আগুনের চাদর বা আচ্ছাদন। যারা জুলুম করে বা অবিচারক এই হবে তাদের জন্য আমার প্রতিদান। (সূরা আলআ'রাফ ৪১)
হাদিসে এসেছে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
أَرْبَعٌ في أُمَّتي مِن أمْرِ الجاهِلِيَّةِ لا يَتْرُكُونَهُنَّ: الفَخْرُ في الأحْسابِ، والطَّعْنُ في الأنْسابِ، والاسْتِسْقاءُ بالنُّجُومِ، والنِّياحَةُ. وقالَ: النَّائِحَةُ إذا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِها، تُقامُ يَومَ القِيامَةِ وعليها سِرْبالٌ مِن قَطِرانٍ، ودِرْعٌ مِن جَرَبٍ
আমার উন্মাতের মধ্যে জাহিলী যুগের চারটি কু-প্রথা রয়ে গেছে যা লোকেরা পরিত্যাগ করতে চাইবে না। (১) বংশের গৌরব, (২) অন্যকে বংশের খোটা দেয়া, (৩) নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করা, (৪) মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা। তিনি আরও বলেন, বিলাপকারী যদি মৃত্যুর পূর্বে তওবা না করে তাহলে কিয়ামতের দিন তাকে এভাবে উঠানো হবে যে, তার গায়ে আলকাতরার (চাদর) খসখসে চামড়ার ওড়না থাকবে। (সহীহ মুসলিম ৯৩৪)
আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর