আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নবীজি সাঃ কি তেল ব্যবহার করতেন?

প্রশ্নঃ ২৪৫১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি কি নারিকেল তেল ব্যবহার করতেন, নারিকেল তেল পায়ে ব্যবহার করা যাবে কি?

৭ নভেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


রাসুলুল্লাহ ﷺ নারিকেল তেল ব্যবহার করতেন কিনা; তা হাদিসের ভাণ্ডারে নির্দিষ্টভাবে আসে নি। তবে তিনি জয়তুনের তেল ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও জয়তুনের তেল ব্যবহারের তাগিদ দিতেন। যেমন, উমর রাযি. বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
كُلوا الزَّيْتَ وادَّهِنوا به؛ فإنَّه مِن شَجَرةٍ مُبارَكةٍ
তোমরা জয়তুনের তেল খাও এবং তা শরীরে মালিশ কর। কেননা এটা বরকাত ও প্রাচুর্যময় গাছের তেল। (তিরমিযী ১৮৫১)
সুতরাং যেকোনো হালাল বস্তুর তেল ব্যবহার করা যাবে এবং পায়েও দেয়া যাবে।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন