আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

একটি হাদীসের তাহকীক

প্রশ্নঃ ২৪২১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই হাদিস ও তার রেফারেন্স টা কি সঠিক? "রাসূল (সাঃ) বলেছেন,যাদের কে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে দূরে থাকবে তারা হলো যারা অনর্থক কথা বলে,অন্য কে ছোট করে এবং নিজের পান্ডিত্য যাহির করে। আত- তিরমিজি ৬৩১।

২ নভেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মুহতারাম, তিরমিযী শরীফের "সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষা"র অধ্যায়ে হাদিসটি বিবৃত হয়েছে।
এবং হাদীস নাম্বারঃ ইফা নং- ২০২৪ আন্তর্জাতিক নং - ২০১৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنِي عَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَىَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلاَقًا وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَىَّ وَأَبْعَدَكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ الثَّرْثَارُونَ وَالْمُتَشَدِّقُونَ وَالْمُتَفَيْهِقُونَ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ عَلِمْنَا الثَّرْثَارُونَ وَالْمُتَشَدِّقُونَ فَمَا الْمُتَفَيْهِقُونَ قَالَ " الْمُتَكَبِّرُونَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنِ الْمُبَارَكِ بْنِ فَضَالَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ وَهَذَا أَصَحُّ . وَالثَّرْثَارُ هُوَ الْكَثِيرُ الْكَلاَمِ وَالْمُتَشَدِّقُ الَّذِي يَتَطَاوَلُ عَلَى النَّاسِ فِي الْكَلاَمِ وَيَبْذُو عَلَيْهِمْ .

পরিচ্ছেদ: মহৎ চারিত্রিক গুণ।
২০২৪। আহমাদ ইবনে হাসান ইবনে খিরাশ বাগদাদী (রাহঃ) ... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মধ্যে যার চরিত্র ও ব্যবহার ভাল, সে ব্যক্তি আমার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় এবং কিয়ামত দিবসে সে আমার সবচেয়ে নিকটে অবস্থান করবে। আর আমার নিকট তোমাদের মধ্যে সবচে’ ঘৃণ্য ব্যক্তি এবং কিয়ামত দিবসে যারা আমার থেকে দূরে থাকবে, সেই ব্যক্তিরা হল, যারা ছারছারূন তথা অনর্থক বক বক করে এবং মুতাশাদ্দিকুন তথা যারা অন্যকে উপহাস-তুচ্ছতাচ্ছিল্য করে এবং মুতাফায়হিকুন তথা যারা অহংকার প্রদর্শন করে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! ছারছারূন এবংমুতাশাদ্দিকুন তো আমরা বুঝেছি কিন্তু মুতাফায়হিকুন কি? তিনি বললেন, যারা অহংকার করে। (তিরমিযী-২০২৪)
https://muslimbangla.com/hadith/37379
https://muslimbangla.com/hadith/84299

প্রচুর প্রশ্ন জমে থাকায় প্রশ্নের উত্তরে বিলম্ব হচ্ছে,যার জন্য দুঃখিত।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন