আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মোবাইলে কুরআন নিয়ে টয়লেটে যাওয়া

প্রশ্নঃ ২৪০২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ এর কাছে আমার প্রশ্ন হলো আমি একজন মেয়ে। আমি আপনাদের অ্যাপে ছাপা কুরআন ডাউনলোড করেছি। এখন ফোন এ লক স্ক্রীন এনে (তখন তো কুরআন শরীফ দেখা যায় না) আমি কী ফোন নিয়ে টয়লেটে যেতে পারবো?উল্লেখ্য... আমি গ্রামে থাকি বলে কাজটি করতে হয়। আমার স্বামীর বাড়িতে হাত লাইট নেই। একটু বুঝিয়ে উত্তর দিয়েন2.. আমার বিয়ে হয়েছে 2 বছর। (পালিয়ে) আমরা তওবা করছি) কিন্তু এখন সমস্যা হচ্ছে ওনার বড় বোনের( বয়স 30)বিয়ে না হওয়া পর্যন্ত উনি বাচ্চা নিতে চায় না (আযল করে) ( লোকলজ্জার ভয়ে+ উনার মা বলছে বাচ্চা নিতে না )আমি ওনাকে দ্বীনের বুঝ দিই। আল্লাহর ভয় দেখাই, কিঞ্চিত রাগ দেখাই তবুও উনি বুঝে না। (উনি আলিয়া মাদ্রাসার ছাত্র) প্রশ্ন এখন এই অবস্থায় আমার কি করণীয় কিছুই বুঝতেছি না। একটু বুঝিয়ে সমাধান দিয়েন। ওনার রাজি না হওয়ার জন্য আমার কি গুনাহ হবে? আর কী করলে উনি বুঝবে?(আমি এত জরুরী না হলে দুটি প্রশ্ন করে নিয়ম ভাঙ্গতাম না। আমি অন্ত্যন্ত দুঃখিত। অনুগ্রহ করে দুইটার উত্তর দিয়েন) জাজাকাল্লাহ্ খইরুন।

২৯ অক্টোবর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





১. আপনার প্রথম প্রশ্নের জন্য নিচের 3765 নং প্রশ্নোত্তরটি দেখুন।
২. আর দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য 11555 নং প্রশ্নোত্তরটি দেখুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন