বাজে চিন্তার কারণে বীর্য বের হলে গুনাহ হবে কি?
প্রশ্নঃ ২৩৯০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কয়েকদিন একটা সমস্যা আছি।ইদানিং আমি বিভিন্ন খারাপ যৌন বিষয়ক অনেক কিছু পড়ে আমার অটোম্যাটিকলি বীর্যপাত হয়ে যায়। আমার গোপন অঙ্গে হাত লাগানো ছাড়াই বীর্য বের হয়ে যায়। আমি কিন্তু চাই, উত্তেজনার সহিত আমার যেন বীর্যটা বের হয়। এখন আমার প্রশ্ন, এটার দ্বারা আমার কি কোন গুনাহ হবে? আমার মনে চলে আসে, আমি তো কোন পর্ণ ভিডিও বা হস্তমৈথুন করি না। এখন এই বিষয়টি কোন সমাস্যা আছে কিনা বা আখিরাতে কোন শাস্তির মুখোমুখি হতে হবে কিনা? দয়া করে পুরো বিস্তারিতভাবে জানাবেন।
১৫ নভেম্বর, ২০২২
নদানা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এক. প্রিয় প্রশ্নকারী ভাই, কোনো প্রকার ঘর্ষণ-মর্দন কিংবা কুচিন্তা ছাড়া উত্তেজনা সৃষ্টি হলে এবং এর কারণে বীর্যপাত হয়ে গেলে তা হস্তমৈথুনের অন্তর্ভুক্ত হয় না। তবে এর কারণে গোসল ফরজ হয়। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ
তোমরা জুনুবি হও তবে (গোসল করে) সারা দেহ পবিত্র করে নাও। (সূরা মায়েদাহ ৬)
আর জুনুবি বলা হয়, ওই ব্যক্তিকে যার বীর্য সবেগে ও উত্তেজনার সঙ্গে বের হয়েছে। যেমন, আল্লাহ তাআলা বলেন,
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে, সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। (সূরা আত্ব-তারিক্ব ৫, ৬)
রাসূলুল্লাহ ﷺ আলী রাযি.-কে বলেছিলেন,
فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ
যদি উত্তেজনা বশতঃ বীর্য নির্গত হয় তবে গোসল করবে। (আবুদাউদ ২০৬) অন্যথায় নয়।
দুই. প্রিয় ভাই, বাজে জিনিস পড়া ও কল্পনা করার মাধ্যমে যৌনসুখ লাভ করা একটি জঘন্য বদঅভ্যাস। এমনকি এর অভ্যাসী ব্যক্তি অনেক সময় অবিবাহিত হলে বিবাহের এবং বিবাহিত হলে নিজের স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। ইসলামের দৃষ্টিতে এটি সীমালংঘন বিধায় কবিরা গুনাহ। তাই ঈমানের দাবী হল, এই পথ পরিহার করে চলা।
সর্বাবস্থায় খারাপ চিন্তা-ভাবনা থেকে বেঁচে থাকার চেষ্টা অব্যাহত রাখা আবশ্যক। কেননা, আল্লাহ তাআলা বলেন,
إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا
কান, চোখ আর অন্তর- এগুলোর সকল বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। (সূরা ইসরা ৩৬)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
اَلْعَيْنَانِ زِنَاهُمَا النَّظْرُ وَالْاُذُنَانِ زِنَاهُمَا الْاِسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُمَا الْككَلَامُ وَالْيَدُ زِنَاهُمَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهُمَا الخُطَا وَالْقَلْبُ يَهْوِىْ وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَالِكَ الْفَرْجُ اَوْ يُكَذِّبُه
দুই চোখের ব্যভিচার হল হারাম দৃষ্টি দেয়া, দুই কানের ব্যভিচার হল কণ্ঠস্বর শোনা, জিহবার ব্যভিচার হল, সুড়সুড়িমূলক কথোপকথন। হাতের ব্যভিচার হল স্পর্শ করা, পায়ের ব্যভিচার হল গুনাহর কাজের দিকে পা বাড়ানো, অন্তরের ব্যভিচার হল কামনা-বাসনা আর গুপ্তাঙ্গঁ তা সত্য অথবা মিথ্যায় পরিণত করে। (সহীহ মুসলিম ২৬৫৭, মুসনাদে আহমাদ ৮৯৩২)
পরিশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আপনার উপর তার নেয়ামতকে পরিপূর্ণ করে দেন। আপনার তাকওয়া ও লজ্জাশীলতা আরও বাড়িয়ে দেন। আমীন।
والله اعلم بالصواب
শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৪
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১