মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২৩২৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মেহজাবীন নুর হুমায়রা নামের অর্থ কি,

২৮ সেপ্টেম্বর, ২০২২

আলীকদম উপজেলা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




মেহজাবিন নামের শুদ্ধ উচ্চারণ হলো,মাহজাবিন। এটি একটি সংযুক্ত শব্দ। মাহ এবং জাবিন মিলে মাহজাবিন গঠিত হয়েছে। মাহ এটি ফার্সী শব্দ। এর অর্থ চাঁদ। আর জাবিন এটি আরবী শব্দ। এর অর্থ কপাল, ললাট। সুতরাং মেহজাবিন এর শুদ্ধ অর্থ চাঁদকপালে, যার কপাল বা ভাগ্য চাঁদের মত নির্মল ঝকঝকে সুন্দর।
বা চাঁদমুখ ইত্যাদি
নূর অর্থ আলো
আর হুমায়রা নামের অর্থ হলো – “লাল বর্ন” বা “সামান্য লাল জিনিস

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

১০১০৯৪

মেয়ে দেখতে গেলে পরস্পর হাদীয়া/ উপহার বিনিময় কি জায়েজ?


২৮ এপ্রিল, ২০২৫

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

১০১৪২৪

মুসলিম হওয়ার জন্য যে তিনটি জিনিসের কথা বলা হয় তা কি কুরআন হাদীস দ্বারা প্রমাণিত? নাকি মনগড়া?


১ মে, ২০২৫

চান্দিনা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

১০১৩৯০

শাতিমে রাসূলের শাস্তি কি?


১ মে, ২০২৫

FXRW+২M৬

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

১০৩৬০৭

এক বছর কুরবানী না করলে তিন বছর কুরবানী করা যাবে না?


১৭ মে, ২০২৫

Kayempur - Dohosoho School Rd

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী