আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

রাস্তায় চলার সুন্নাতসমূহ

প্রশ্নঃ ২৩০১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর রাস্তা দিয়ে হাটার সুন্নত কি? যেমন আল্লাহর রাসুল কিভাবে হাটতেন। দ্রুত হাটতেন নাকি ধীরে ধীরে?

২৮ ডিসেম্বর, ২০২৪
গোপালগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


রাস্তায় চলার সুন্নাতসমূহ
রাস্তার ডান দিক দিয়ে চলবে।
 দৃষ্টি নত করে চলবে।
 কিছুটা সম্মুখপানে ঝুঁকে চলবে। কেননা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলার সময় কিছুটা সম্মুখ পানে ঝুঁকে চলতেন। দেখলে মনে হতো যেনো তিনি ওপর থেকে নিচের দিকে অবতরণ করছেন।
 হাত পা ছুড়ে ছুড়ে অহংকার করে চলবে না। রাস্তা অতিক্রম করার সময় যথাসম্ভব দ্রুত চলবে।
 রাস্তায় কষ্টদায়ক কিছু পেলে তা সরিয়ে দিবে।
 মুসলমানের সাথে সাক্ষাত হলে সালাম দিবে এবং সালামের উত্তর দিবে।
 ওপর দিকে উঠার সময় ডান পা আগে বাড়ানো এবং ‘আল্লাহুআকবার বলবে, নিচের দিকে নামার সময় বাম পা আগে বাড়ানো এবং ‘সুবহানাল্লাহ’ বলবে, সমতল স্থান দিয়ে চলার সময় ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ বলা সুন্নাত।
 বয়স্ক ও সম্মানিত ব্যক্তিদেরকে সামনে চলার জন্য অগ্রাধিকার দিবে।

والله اعلم بالصواب

শফিকুল ইসলাম হাটহাজারী মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন