আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২১৬০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হায়েজ কী? কখন হয়?হায়েজ বিষয়ে বিস্তারিত জানাবেন।

৩ নভেম্বর, ২০২২
Kolkata

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হায়েয শব্দের আভিধানিক অর্থ হচ্ছে- বহির্গমনকারী রক্ত বা স্রাব । ফুকাহাদের পরিভাষায় বলা হয় রোগ মুক্ত প্রাপ্ত বয়স্কা স্ত্রী লোকের বাচ্চাদানী থেকে যে রক্ত বের হয় তাকে হায়েয বলা হয়।
হায়েযের সর্বনিম্ন মেয়াদ হচ্ছে তিন দিন তিন রাত,আর সর্বোচ্চ মেয়াদ হচ্ছে দশদিন।
হায়েযের রক্ত বা স্রাব বিভিন্ন্য কালার হতে পারে সুতরাং ঋতু স্রাব গ্রন্থনারী মহিলা বা স্রীলোক শুভ্রতা অর্থাৎ রক্ত বা স্রাব দেখার পূর্ব পর্যন্ত লাল, হলদ, ঘোলা রঙ্গের যে কোনো স্রাব দেখতে পাবে, তা হায়েয বলে গন্য হবে।

➤ হায়েজ অবস্থায় যে সমস্ত বিধান সাময়িক ভাবে তার উপর রহিত করে দেওয়া হয়,

(১) হায়েয অবস্থায় নামাজ পড়তে পারবে না।
(২) রোজা রাখতে পারবে না,রোজা রাখা হারাম। তবে হায়েযা মহিলাকে রোজার কাযা করতে হবে। নামাজের কাজা করতে হবে না। কারণ হযরত আয়েশা (রা.) বলেছেন, রাসূলুল্লাহ(স)এর জামানায় আমাদের কেউ যখন হায়েজ থেকে পবিত্র হতো তখন সে রোজার কাজা করতো কিন্তু নামাজের কাযা করাটা মহিলাদের জন্য অসুবিধা জনক। কেননা তা দ্বিগুণ হয়ে যায়। পক্ষান্তরে রোজার কাজা করার ব্যাপারে এই অসুবিধাটা নেই।
(৩) মসজিদে প্রবেশ করতে পারবে না। কারণ রাসূল (সা) বলেছেন: আমি কোনো হায়েযগ্রস্থ স্ত্রীলোক এবং জুনুবী ব্যক্তির জন্য মসজিদে প্রবেশ করাকে হালাল রাখিনা।
(৪) বায়তুল্লাহ তওয়াফ করতে পারবে না।
(৫) তার স্বামী তার সাথে সহবাস করতে পারবে না।কারণ আল্লাহ তা'আলা বলেছেন: আর তারা পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত তোমরা স্ত্রী সঙ্গম করবে না।
(৪) হায়েজ, জানাবাত এবং নিফাসগ্রস্থদের জন্য কুরআন পাঠ বৈধ নয়। কারণ রাসুল (সা.)বলেছেন হায়েযগ্রন্থ ও জুনুবী ব্যক্তি কুরআনের কোনো অংশ পাঠ করবে না।
(৮) এবং গিলাফ ছারা কুরআন শরীফ স্পর্শ ও করতে পারবে না। কেননা রাসুল (সা.) বলেছেন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কুরআন স্পর্শ করবে না।(হেদায়া-১/৩২,কূদুরী-১৯,জাওহারাতুন নাইআরা-১/২৯)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন