আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২০৮২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুক্রবার যে প্রথম মসজিদে গমন করবে সে একটি উট কুরবানীর ছওয়াব পাবে। আমার প্রশ্ন হলো আযানের পর যে ব্যক্তি প্রথম মসজিদে যাবে তিনি উক্ত ছওয়াব পাবে নাকি আযানের আগে গেলেও উক্ত ছওয়াব পাওয়া পাবে। উল্লেখ্য যে, মহান রব্বুল আলামীন পবিত্র কুরআন শরীফের সুরাতুল জুমঅাতে আযান হয়ে যাওয়ার পর মসজিদে যাওয়া আদেশ করেছেন।সবিনয়ে জানতে চাই।

১২ আগস্ট, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





জুমার দিন সবার আগে মসজিদে গেলে উট কুরবানির সওয়াব পাবে, এই ফজিলতগুলো আজানের পূর্বে মসজিদে গেলে অর্জন হবে। আজান হয়ে গেলে ঘরবাড়িতে বসে থাকার সুযোগ নেই। যেহেতু কুরআনুল কারীমের সূরা জুমাতে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন, আজান হলে মসজিদে ছুটে যাওয়ার জন্য।
জুমার আযানের পূর্বে মসজিদে যাওয়া ফজিলতের বিষয়। আযানের পর ছুটে যাওয়া ওয়াজিব। তখন ঘরে অবস্থানের সুযোগ নেই ফজিলত তো পরের বিষয়।


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ الْمَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ ".

৮৩৭। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জুম'আর দিন জানাবাত-এর গোসলের ন্যায় গোসল করে এবং নামাযের জন্য আগমন করে সে যেন একটি উট কুরবানী করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানী করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানী করল। চতুর্থ পর্যায়ে আগমন করল সে যেন একটি মুরগী কুরবানী করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানী করল। পরে ইমাম যখন খুতবা প্রদানের জন্য বের হন তখন ফেরেশতাগণ যিক্‌র (খুতবা) শোনার জন্য হাজির হয়ে থাকেন।

—সহীহ বুখারী, ইফা নং ৮৩৭ (হাদীস নং ৮৮১)

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন