আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

অন্যের জায়গা দখল করে মসজিদের কাজে ব্যবহার করা

প্রশ্নঃ ২০২৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের মসজিদের অযুর যায়গা অন‍্যের কিন্তু সে এখন অযুখানার যায়গার দাবি করে এই অবস্থায় অযু ও নামাজ সঠিক হবে কি

৫ জুলাই, ২০২৪
ঢাকা ১২০৫

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কারো মালিকানাধীন জমিতে জোরপূর্বক মসজিদ বা ওজু্ খানা নির্মাণ করা জায়েজ নেই। মসজিদ নির্মাণ করতে হলে নির্ভেজাল জমি মসজিদের নামে ওয়াকফ হওয়া জরুরি।

রাসূলুল্লাহ (সা.) মসজিদে নববির জমি তাকে বিনা মূল্যে উপহার হিসেবে দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি। তিনি জমির মূল্য বাজারদর অনুযায়ী পরিশোধ করার পর মসজিদ নির্মাণ করেছেন।

ওয়াকফবিহীন জমিতে মসজিদ নির্মাণ করা হলে সেটা শরিয়হ মসজিদ হবে না। যদি কোনো জমির মালিক তার জমি ওয়াকফ করতে রাজি না হন এবং জোরপূর্বক তার জমিতে মসজিদ ওজু খানা মাদরাসা ইত্যাদি নির্মাণ করা হয়, তাহলে ঐ মসজিদ ভেঙে জমি তার মালিককে ফেরত দিতে হবে।
সুতরাং এখন আপনাদের জন্য উচিৎ হবে না জমির মালিক নিষেধ করা সত্বেও তার জায়গায় ওজু করা এটা জুলুমের অন্তর্ভুক্ত হবে। তবে ওজু এবং নামাজ হয়ে যাবে
(ফাতওয়া হিন্দিয়া, খণ্ড ২, পৃষ্ঠা ৩৪৮; রদ্দুল মুহতার, খণ্ড-৪, পৃষ্ঠা ৩৯০)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর