আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৯৯৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম শাইখ, আমার প্রশ্ন টি হল। দাড়ির সামনে থেকে এক মুষ্টির নিচে কাটা যায়, তবে গালের দুইপাশে জন্য কি এক মুষ্টি থাকা আবশ্যক নাকি এক মুষ্টির নিচে কাটা যাবে?

৩ জুলাই, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




মুসলিম
সবচেয়ে সমৃদ্ধ ইসলামিক অ্যাপ


×








































আপনার জিজ্ঞাসা/প্রশ্ন উত্তর

"এক মুষ্টি " শব্দটি আছে এমন ১৮ টি তথ্য পাওয়া গেছে
searchঅনুসন্ধান করুন
প্রশ্নঃ দাড়ি কি রাখতেই হবে?? সহি হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে??
location_on 1702


উত্তরঃ السلام عليكم ورحمة الله وبركاته



পুরুষদের জন্য এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টির কমে দাড়ি কাটা বা ছেঁটে ফেলা জায়েয নয়।
এক মুষ্টির বাহিরে অতিরিক্ত অংশগুলো কেটেছেঁটে পরিষ্কার করতে পারবে।

بَاب تَقْلِيمِ الأَظْفَارِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ خَالِفُوا الْمُشْرِكِينَ، وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ ‏"‏‏.‏ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ‏.‏

ইবনু ‘উমার রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা মুশরিকদের উল্টো করবেঃ দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে।
ইবনু ‘উমার (রাঃ) যখন হাজ্জ বা ‘উমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশী থাকত, তা কেটে ফেলতেন।
—সহীহ বুখারী, হাদীস নং ৫৮৯২

উল্লেখ্য গালের দুইপাশের দাড়ী যদি একমুষ্টির বেশী বড় হয় তাহলেই সেগুলো কাটা বা ছাঁটা যাবে। এর কম হলে কাটা যাবে না। সবদিকেই একমুষ্টি হতে হবে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন