আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৯৭৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,হযরত নবীজির ছেলে কত জন এবং তাদের নাম কি ছিল?

২৫ জুন, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
৩ পুত্র এবং ৪ কন্যা ছিল।
তার মধ্যে প্রথম ২ জন ছেলে ও চার মেয়ে ছিল খাদিজা রাযিয়াল্লাহু তায়ালা আনহা থেকে।

তারা হলেন:১/হযরত কাসিম রা:
২/তাহির রা:
৩/ফাতিমা:
৪/যয়নাব রা:
৫/রুকাইয়্যা রাঃ
৬/ হযরত উম্মে কুলসুম রা:।

এবং সব থেকে ছোট হযরত ইব্রাহীম রা: হযরত মারিয়া রা: এর থেকে।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর