আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৯৩৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ২০১০ সালে এক ব্যক্তির কাছ থেকে আমি ১ লাখ টাকা ধার নেই তখন ১ লাখ টাকা দিয়ে ১০ কাঠা জমি পাওয়া যেত। বর্তমান ২০২২ সালে ১ লাখ টাকা দিয়ে ১ কাঠা জমি ক্রয় করা যায়।এখন ঐ ব্যক্তি বলছে ঐ সময়ের জমির মূল্য হিসাব করে ১০ লাখ পরিশোধ করছে।এখন ঐ ব্যক্তির কথা কি শরীয়ত সম্মত।

১৭ জুন, ২০২২
ঢাকা ১২০৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




ইসলামে ঋণের উদ্দেশ্য হচ্ছে, মানুষকে সাহায্য করা, তাদের প্রতি দয়া করা তথা তাদের জীবন-যাপনে সহযোগিতা করা,সহযোগিতার আড়ালে সুবিধা অর্জন নয়। তাই বলা হয়েছে, ঋণের উদ্দেশ্য হবে আধ্যাত্বিক বৃদ্ধি বাহ্যিক বৃদ্ধি নয়। আর তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই কারণে ঋণ গ্রহীতা ঋণ ফেরত দেয়ার সময় যা নিয়েছে তা কিংবা সেই অনুরূপ ফেরত দিতে আদিষ্ট, অতিরিক্ত নয়। ঋণ দাতা এর অতিরিক্ত নিলে কিংবা ঋণ গ্রহীতা অতিরিক্ত ফেরত দিলে, তা সুদ হিসাবে গণ্য হবে। কারণ ফিক্হী মূলণীতিতে উল্লেখ হয়েছে-
[كل قرض جرّ نفعا فهو ربا]
অর্থাৎ প্রত্যেক ঋণ, যার মাধ্যমে লাভ উপার্জিত হয়, তা সুদ।
সুতরাং দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত যে টাকা তিনি দাবি করেছেন তা সুদ বলে গণ্য হবে, আর যে যুক্তি তিনি পেশ করছেন তা আদৌ গ্রহণযোগ্য নয়।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর