আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৬৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম মোঃ নাজমুল আলম । আমি দ্বীনে কাজ করতে আগ্রহী।আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ । আমি যখনই দ্বীনের কাজ করতে যাই তখনই অসুস্থ হয়ে পড়ি। আমার এখন কি করা উচিত ?

২৭ মে, ২০২২
৯RW৬+VFW

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সুস্থতার ন্যায় অসুস্থতাও আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত। অনেক ক্ষেত্রেই আল্লাহ তায়ালা এর মাধ্যমে বান্দার গুনাহ মাফ করেন এবং দুনিয়া ও আখেরাতে দারা জাত বৃদ্ধি করেন। তবে অসুস্থতার নেয়ামত দীর্ঘায়িত হলে যেহেতু আমাদের দ্বারা সহ্য করা কঠিন হয়ে যায় এজন্য আল্লাহ তায়ালার কাছে নিয়মিত দোয়া করতে থাকা। আর যারা দ্বিনের কাজে নিয়োজিত তাদের সুস্থতার বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ।

কাজেই নিয়মিত মাসনুন দুয়ার এহতেমাম করুন। সাধ্যমতো সদকা করুন।
আর সুস্থতার পথে অন্তরায় এমন সকল কর্ম ও অভ্যাস এড়িয়ে চলুন। আমাদের গুনাহ আনাদের অসুস্থতার অন্যতম কারণ। তাই গুনাহ পরিহার করি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন