আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সুদের টাকা বিয়েতে দেয়া

প্রশ্নঃ ১৮৬০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুদের টাকা বিয়েতে দেয়া চলবে কি? তারা যদি গরীব হয়? বাবা ভ্যান চালায় দুটো ভাই আছে তারা দিন মজুরে

২৪ জানুয়ারী, ২০২৫
৪৪ ১৮th St - محيصنة - محيصنة ٢ - دبي - United Arab Emirates (AE)

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সুদ একটি মারাত্মক অভিশাপ। যা খুবই ভয়াবহ গোনাহের কাজ। এ থেকে প্রতিটি মুসলমানেরই বেঁচে থাকার চেষ্টা করা অবশ্যক। তথাপিও অনন্যোপায় হয়ে ব্যাংকে টাকা রাখতেই হয়ে । তখন যদি কিছু টাকা সুদ চলেও আসে তাহলে সেগুলো সাওয়াবের নিয়ত ছাড়া যাকাত গ্রহনের যোগ্য এমন কোনো গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। প্রশ্নোক্ত ব্যক্তি যদি যাকাত গ্রহনের যোগ্য গরিব হয় তাহলে আপনি তাকে সেই টাকা দিতে পারেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন