আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৩২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানুষ ও জ্বীন ছাড়াও কি পশু পাখিদের হিসাব নেওয়া হবে একটু বিস্তারিত বললে ভাল হত

১২ মে, ২০২২
VVJ৫+৫২৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




اِنَّاۤ اَنۡذَرۡنٰکُمۡ عَذَابًا قَرِیۡبًا ۬ۚۖ  یَّوۡمَ یَنۡظُرُ الۡمَرۡءُ مَا قَدَّمَتۡ یَدٰہُ وَیَقُوۡلُ الۡکٰفِرُ یٰلَیۡتَنِیۡ کُنۡتُ تُرٰبًا ٪
বস্তুত আমি এক আসন্ন শাস্তি সম্পর্কে তােমাদেরকে সতর্ক করে দিলাম। যে দিন প্রত্যেক ব্যক্তি তার স্বহস্তে সামনে পাঠাননা কর্মসমূহ প্রত্যক্ষ করবে আর কাফের ব্যক্তি বলবে, হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।
(আন্‌ নাবা - ৪০)
হযরত আবদুল্লাহ ইবনে ওমর ( রাঃ ) থেকে বর্ণিত আছে , কেয়ামতের দিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে । এতে মানব , জিন , গৃহপালিত জন্ম ও বন্য জন্তু সবাইকে একত্রিত করা হবে । জন্তুদের মধ্যে কেউ দুনিয়াতে অন্য জন্তুর উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেয়া হবে । এমন কি কোন শিংবিশিষ্ট ছাগল কোন শিংবিহীন ছাগলকে মেরে থাকলে সেদিন তারও প্রতিশোধ নেয়া হবে । এই কর্ম সমাপ্ত হলে সব অঙ্ককে আদেশ করা হবে : মাটি হয়ে যাও । তখন সব মাটি হয়ে যাবে । এই দৃশ্য দেখে কাফেররা আকাঙ্ক্ষা করবে — হায় । আমরাও যদি মাটি হয়ে যেতাম । এরূপ হলে আমরা হিসাব - নিকাশ ও জাহান্নামের আযাব থেকে বেঁচে যেতাম ।
উপরোল্লিখিত কোরআনুল কারিমের আয়াত এবং হাদিসের মাধ্যমে প্রতীয়মান হয় যে, হাশরের ময়দানে মানুষ এবং জিন ব্যতীত অন্যান্য প্রাণীরও হিসাব হবে। তবে তাদের হিসাব-নিকাশ এবং শাস্তির ধরন হবে মানুষ এবং জিন জাতিকে কিছুটা সহজতর।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর