আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৩১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মাঝে মাঝে হোটেল থেকে মুরগি'র মাংসের বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। এক্ষেত্রে আমার জানা থাকে না যে, মুরগি বা উক্ত প্রাণীটি আল্লাহর নামে জবেহ করা হয়েছিলো কি না? এবং সেই প্রাণী মৃত ছিলো কি না? এক্ষেত্রে উক্ত খাবারটি আমার জন্য হালাল না কি হারাম ছিলো এ নিয়ে আমি সঙ্কিত। যদি হারাম (মৃত বা আল্লাহর নাম ব্যাতীত জবেহ) হয়ে থাকলে আমার করনীয় কী?

১৫ মে, ২০২২
মাগুরা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





আপনি মুসলমানদের ঘরে অথবা মুসলমানদের হোটেলে খাবার গ্রহণের সময় যদি তাদের ঈমান ও আমানতদারিতায় ভরসা হয় সেক্ষেত্রে তাদেরকে একথা জিজ্ঞাসা করা যাবে না, খাবারগুলো হালাল থেকে দেয়া হয়েছে নাকি হারাম থেকে? বরং যেহেতু তারা মুসলমান, আপনিও মুসলমান, আপনাকে হালাল থেকেই খাওয়াবে, এই আস্থা রেখে খাবার গ্রহন করতে পারবেন।

عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا دخل أحدكم على أخيه المسلم فأطعمه طعاما فليأكل من طعامه ولا يسأله عنه ، فإن سقاه شرابا من شرابه فليشرب من شرابه ولا يسأله عنه " .
رواه أحمد ( 8933 ) .

والحديث : صححه الشيخ الألباني في " السلسلة الصحيحة " ( 627 ) .

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন তার মুসলমান ভাইয়ের কাছে যায়, আর সে খাবার পরিবেশন করে, তো সে যেন তার পরিবেশিত খাবার থেকে গ্রহণ করে, খাবারের উৎস সম্পর্কে জিজ্ঞাসা না করে। যদি পানিয় পরিবেশন করে, তবে যেন সে এই পানি থেকে পান করে নেয়, এর উৎস সম্পর্কে জিজ্ঞাসা না করে।
(কেননা এই খাবার ও পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করলে লোকটি লজ্জিত হবে। অথচ লোকটি মেহমানদারী করছে।)
—মুসনাদ ইমাম আহমাদ ৮৯৩৩

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন