আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৭৩৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রসাবের পর ফোটা ফোটা পানি পড়লে কি নামাজ হবে

২৩ এপ্রিল, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন,
استنزهوا من البول فإن عامة عذاب القبر منه
তোমরা পেশাবের অপবিত্রতার ব্যাপারে সতর্ক থাক। কারণ অধিকাংশ কবরের আযাব এর কারণেই হয়ে থাকে। (দারাকুতনী ৪৭৬)

কাজেই পেশাবের পর ভালোভাবে পবিত্র হওয়া আবশ্যক। ঢিলা কুলুপ বা টিস্যু ব্যবহারের পর প্রয়োজনে পানি ব্যবহার করতে হবে। পানি ব্যবাহার করে পবিত্র হওয়ার পর যদি শরীরে লেগে থাকা অবশিষ্ট পানি কাপড়ে কিংবা কোথাও লাগে তাহলে এতে কোনো সমস্যা হবে না।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন