মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

একাধিকবার ফরজ কিংবা নফল নামাজের ইমামতি করা

প্রশ্নঃ ১৭০২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত ফরজ ছাড়া শুধু তারাবির ইমামতি দ্বিতীয় বার করা যাবে কিনা? অর্থাৎ একবার ফরজ তারাবি বিতর শেষ করে শুধু তারাবির নামাজের ইমামতি দ্বিতীয় বার করা যাবে কিনা?,

১৭ জুলাই, ২০২৫

রূপসী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


না। এক নামাজে একই ব্যক্তি দুইবার ইমামতি করতে পারবে না। প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি আপনি দ্বিতীয়বার ইমামতি করেন তাহলে দ্বিতীয়বার যারা আপনার পিছনে নামাজ আদায় করবে তাদের নামাজ সাধারণ নফল হিসেবে গণ্য হবে । তারাবি হবে না। কেননা, যেহেতু আপনার ওই নামাজও নফন হিসেবে গণ্য হচ্ছে! কিন্তু ফরজ নামাজে যদি কেই দুইবার ইমামতি করে তাহলে দ্বিতীয়বার যারা তার পিছনে নামাজ পড়ছে তাদের নামাজ শুদ্ধ হবে না।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৩২০৩৫

রমজানে এক টাকা দান করলে কি ৭০ টাকা দান করার সওয়াব হয়?


২ এপ্রিল, ২০২৩

গোরকঘাটা পৌরসভা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৩১৩৫১

নাবালকের ইমামতি জায়েয কি না?


২৭ জানুয়ারী, ২০২৫

সিলেট

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৩২১৪৮

তারাবী নামায এক বৈঠকে তিন রাকাত পড়ে ফেললে করণীয়


৬ এপ্রিল, ২০২৩

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৩২৪৩৯

রমজানে নফল কি ফরজের সমান?


৮ এপ্রিল, ২০২৩

অসম ৭৮৩১২১

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী