আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৬৭০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত ১.তারাবিহ নামাযে কুরআনের বিভিন্ন দোয়ার আয়াত আসে মুসুল্লিরা যদি মনে মনে আমিন বলে কিছু হবে? ২.রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে আঠালো পানি বের করলে রোজা কি ভেঙে যায়? ৩.ঠুঠে ব্যজলীন দিলে রোজা কি ভেঙে যায়? ৪ রোজা ভেঙে যাওয়ার কারণ ও হালকা হয়ে যাওয়ার কারণ গুলো বললে খুশি হবো আল্লাহ পাক আপনাদের কে সুস্থ সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক, আমিন

১৬ এপ্রিল, ২০২২
ঢাকা ১২১৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





তারাবীহ নামাজে তিলাওয়াত করার সময় কুরআনুল কারীমের বিভিন্ন দোয়ার আয়াতে ইমাম অথবা মুসল্লী মনে মনে আমিন বললে নামাজের কোন ক্ষতি হবে না।

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ، قَالَ قُمْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً فَقَامَ فَقَرَأَ سُورَةَ الْبَقَرَةِ لاَ يَمُرُّ بِآيَةِ رَحْمَةٍ إِلاَّ وَقَفَ فَسَأَلَ وَلاَ يَمُرُّ بِآيَةِ عَذَابٍ إِلاَّ وَقَفَ فَتَعَوَّذَ - قَالَ - ثُمَّ رَكَعَ بِقَدْرِ قِيَامِهِ يَقُولُ فِي رُكُوعِهِ " سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ " . ثُمَّ سَجَدَ بِقَدْرِ قِيَامِهِ ثُمَّ قَالَ فِي سُجُودِهِ مِثْلَ ذَلِكَ - ثُمَّ قَامَ فَقَرَأَ بِآلِ عِمْرَانَ ثُمَّ قَرَأَ سُورَةً سُورَةً .

আউফ ইবনে মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক রাতে আমি রাসূল (ﷺ) এর সাথে নামাযে দণ্ডায়মান হই। তিনি সূরা বাকারা পাঠকালে যখন রহমতের আয়াতে পৌঁছেন, তখন তিনি (রাসূল (ﷺ) ) তথায় থেমে রহমত কামনা করেন এবং যখন কোন আযাবের আয়াতে পৌঁছেন, তখন তিনি তথায় থেমে আযাব হতে মাগফিরাত কামনা করতেন। অতঃপর তিনি কিয়ামের সমপরিমাণ সময় রুকুতে অতিবাহিত করেন এবং সেখানে তিনি “সুবহানা যিলজাবারূতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া-ই ওয়াল আযমাতি” পাঠ করেন। অতঃপর তিনি কিয়ামের সমপরিমাণ সময় সিজদায় অতিবাহিত করেন এবং সেখানেও উপরোক্ত দু'আ পাঠ করেন, পরে এক একটি সূরা পাঠ করেন।
—সুনানে আবু দাউদ, ইফা নং ৮৭৩

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন