আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নাট্য অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত!!

প্রশ্নঃ ১৫২১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাধারণত দেখা যায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারী বা বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে নারী ও পুরুষের অবাধ মিশ্রণ ঘটে। এমন অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় বা হয় না। এসব অনুষ্ঠানে রেওয়াজ হিসেবে অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করা হয়। প্রশ্ন হল এসব অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত কি কুরআনের মর্যাদা রক্ষা করে এবং এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে পরে কি না- শরীয়ত কি বলে?

৩০ জুলাই, ২০২৫
ঢাকা ১২১৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামীন ইরশাদ করেন-
وَالَّذِیۡنَ ہُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَ ۙ
(আল মুমিনূন-৩)
যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে।
উপরোক্ত আয়াত দ্বারা বুঝা যাচ্ছে মুমিনের বৈশিষ্ট্য এটা নয় যে- সে অহেতুক বা অনর্থক কোন কাজের মধ্যে আত্মনিয়োগ করবে।
উপরন্তু কোন অনুষ্ঠান বা স্থানে কোরআন তেলাওয়াত বরকতের উদ্দেশ্য করা হয়ে থাকে। আর আপনার বর্ণিত অনুষ্ঠানাদি যেগুলোর মধ্যে বেপর্দার মত হারাম নাজায়েজ কাজকর্ম হয়ে থাকে, সেগুলোর মধ্যে আত্মনিয়োগ করা তো কোনভাবেই জায়েজ নেই। উপরন্তু এমন অনর্থক ও নাজায়েজ কর্মকাণ্ড সংঘটিত হয় এমন অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা কোরআনের মর্যাদাহানির অন্তর্ভুক্ত। উপরন্তু তা যদি করা হয় বরকতের উদ্দেশ্যে, এটা হবে ঈমান ভঙ্গের কারণ। মোটকথা অনর্থক বা নাজায়েজ কর্মকাণ্ড সংঘঠিত হয়, এমন কোনো অনুষ্ঠানে কোন মোমিনের অংশগ্রহণ জায়েজ নয়, এমনিভাবে তার শুরুতে কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন