আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৪৫৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,আলহামদুলিল্লাহ , কিছুদিন আগে আমার বিবাহ হয়েছে। আমার আহলিয়ার হায়েজ শুরু হয়েছে ৬ দিন আগে। তার মতে হায়েজ এর সময় ১ম ৩ দিন তার প্রচুর রক্ত বের হয়। এর পর ২-৩ দিন কম হয়। তারপর ৩-৪ দিন কখনও ১-২ ফোটা রক্ত বের হয় আবার কখনও হয় না। যেমন এখন কোন রক্ত বের হচ্ছে না। হায়েজ শুরু হওয়ার ৫-৬ দিন পর যখন রক্তের ফোটা কোন বারে বের হয় কোন বারে বের হয় না এমতবস্থায় তার জন্য নামাজের বিধান কী?

৯ মার্চ, ২০২২
Dhaka, Dhaka, Bangladesh

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





শরঈ দৃষ্টিতে হায়েজের সর্বোচ্চ সময়সীমা দশদিন। তবে এক্ষেত্রে সাধারণত অধিকাংশ নারীর একটা নির্দিষ্ট মেয়াদকাল থাকে। ৫দিন, সাত দিন, বা আটদিন ইত্যাদী। ওই দিন গুলোতে একদুই ফোটা করেও যদি ব্লিডিং হয় তাহলে সেটা হায়েজ হিসেবেই গণ্য হবে। তখন তিনি নামাজ রোজা করবেন না। কিন্তু কখনো যদি তার নিজস্ব মেয়াদকাল অতিক্রান্ত হওয়ার পরও দাশদিনের মধ্যে কোনো ব্লিডিং দেখা যায় তাহলে সেটাও হায়েজ হিসেবে গণ্য এবং মনে করতে হবে যে তার মেয়াদকাল পরিবর্তণ হচ্ছে। কাজেই এমন অবস্থা হলে দশ দিনের মধ্যে তিনি নামাজ রোজা করবেন না।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন