আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৪৪৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর,পাক নাপাক সম্পর্কিত জিজ্ঞাসা:১. শরীরের জখম থেকে গড়িয়ে পড়া পুঁজ, রক্ত, পানি গড়িয়ে পড়লে যদি টিস্যু দিয়ে মুছে ফেলি তাহলে কি ঐ জায়গা পাক হয়ে যাবে নাকি পানি দিয়ে ধৌত করতে হবে?২. শক্ত মলের উপর দিয়ে পানি গড়িয়ে গেলে কি ঐ পানি নাপাক হয়ে যাবে যদিও ঐ পানিতে মলের আছর না থাকে?৩. কাপড়ে বা শরীরে যদি রক্ত, বীর্য বা মল লেগে শুকিয়ে যায়, তারপর নখ দিয়ে খুঁটিয়ে উঠিয়ে ফেললে কি ঐ জায়গা পাক হয়ে যাবে?

৫ মার্চ, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





১. টিস্যু দিয়ে মোছার পর যদি সেখানে নাপাকির কোনো চিন্হ না থাকে তাহলে পানি দিয়ে পুনরায় ধুতে হবে না। কিন্তু যদি নাপাকির চিন্হ অবশিষ্ট থাকে এবং সেটা একটাকার কয়েন সমপরিমাণ ছড়ানো থাকে তাহলে ওই জায়গা ধুয়ে নিতে হবে।

২. হ্যাঁ পানি নাপাক হয়ে যাবে। কেননা শুকনা মলও নাপাক। নাপাক বস্তুর সাথে পানির সংষ্পর্শ হলে ওই পানিও নাপাক হয়ে যাবে।

৩. হ্যাঁ পাক হয়ে যাবে। হাদিস শরিফে এমনটিই বর্ণিত হয়েছে।
عن أسماء بنت أبي بكر: أن امرأة سألت النبي صلى الله عليه وسلم عن الثوب يصيبه الدم من الحيضة؟ فقال رسول الله صلى الله عليه وسلم: حتيه ثم اقرصيه بالماء ثم رشيه وصلي فيه

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন