আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বাইয়ে সালাম.

প্রশ্নঃ ১৪০৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন: আমার বাবা একজন ব্যবসায়ী। তিনি খুচরা ইট বিক্রি করেন। ভাটা থেকে একসাথে কয়েক হাজার ইট ক্রয় করেন। ভাটা থেকে ইট এভাবে ক্রয় করেন যে, বাবা অগ্রীম টাকা প্রদান করেন।আর ভাটায় যখন নতুন ইট বের হয় তখন তারা বাবাকে ছয় হাজার টাকার বিনিময়ে এক হাজার ইট দেয়। অথচ ঐ ইট ভাটায় তখন নগদ আট হাজার টাকায় বিক্রি হয়।জানার বিষয় হলো, এভাবে অগ্রীম টাকা দিয়ে পরে ইট নিয়ে ব্যবসা করা সহীহ হচ্ছে কি না?? দয়া করে জানালে চিরকৃতজ্ঞ থাকবো।

২৮ নভেম্বর, ২০২৪
কমলাবাড়ী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মূল্য অগ্রিম প্রদান এবং পণ্য বাকিতে গ্রহণ করাকে শরিয়তের পরিভাষায় ‘বাইয়ে সলম’ বলা হয়। বাইয়ে সলমের জন্য শরিয়তে নির্ধারিত কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হলো, পণ্যের জান, গুণাগুন, আকৃতি ও পািরমাণ নির্ধারণ করে পণ্য আদায়ের মেয়াদ ঠিক করা এবং চুক্তির দিন থেকে শুরু করে পণ্য আদায় করার দিন পর্যন্ত বাজারে পণ্য বিদ্যমান থাকা এবং পূর্ণমূল্য চুক্তির সময়ে আদায় করা ইত্যাদি। যেহেতু প্রশ্নে বর্ণিত পদ্ধতি বাইয়ে সলমের অন্তর্ভুক্ত, তাই বাইয়ে সলমের উপরোক্ত শর্তাদি পাওয়া যাওয়ার শর্তে প্রশ্নে বর্ণিত পদ্ধতি সহীহ ও জায়েয হবে।
صحيح البخاري (3/ 85)
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ وَهُمْ يُسْلِفُونَ بِالتَّمْرِ السَّنَتَيْنِ وَالثَّلاَثَ، فَقَالَ: «مَنْ أَسْلَفَ فِي شَيْءٍ، فَفِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ، إِلَى أَجَلٍ مَعْلُومٍ»، حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي نَجِيحٍ، وَقَالَ: «فَليُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ، إِلَى أَجَلٍ مَعْلُومٍ»

والله اعلم بالصواب

মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন