আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩৬৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুমযানবাহনে থাকাকালীন সময়ে নামাজের সময় অতিক্রম হলে পরে এই নামাজ কীভাবে আদায় করতে হবে?জ্যামের কারণে যদি অনেক আগে রওয়ানা হলেও বাসেই নামাজের সময় অতিক্রান্ত হয়ে যায়।আর বাসে তো আর মহিলাদের নামাজ আদায় করা সম্ভব নয়।নামাজের নাকি কাযা নাই কোন শুনছিলাম।তাহলে কীভাবে আদায় করবো??

১৩ ফেব্রুয়ারী, ২০২২
Unnamed Road

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সম্মানিত প্রশ্নকারী!
যাতায়াতের ক্ষেত্রে প্রথমেই আমাদের যে বিষয়টি লক্ষ রাখা জরুরী সেটা হলো, এমনভাবে আমাদের যাতায়াত প্লান তৈরী করা উচিত যেন কোনোক্রমেই নামাজ নষ্ট না হয়।

দ্বিতীয়ত যদি নিজস্ব বা প্রাইভেট পরিবহন ব্যবহারকারী হয় তাহলে সেক্ষেত্রে যেকোনো স্থানেই নামাজ আদায় করা সম্ভব। সেটা নারী হোক বা পুরুষ। অনেকের ধারণা নারীদের জন্য কিছুতেই মসজিদে গমন করা জায়েজ নাই। এই ধারনাটা ঠিক নয়। বরং অন্য কোনো ব্যবস্থা না থাকলে প্রয়োজনে নারীরা মসজিদে গিয়ে পর্দা এবং নামাজ আদায়ের সঠিক পদ্ধতি রক্ষা করে নামাজ আদায় করতে পারবে।

তৃতীয়ত কিছু কিছু গণপরিবহন আছে যারা যাত্রাপথে নামাজের বিরতি দিয়ে থাকে সম্ভব হলে ওইসব পরিবহনে সফর করা যেতে পারে। তা না হলে যাত্রীদের অনুরোধে সাধারণ পরিবহণও নামাজের সময় দিয়ে থাকে। সেটাও চেষ্টা করে দেখা যেতে পারে। এতোসব পদ্ধতি ও কলাকৌশল অবলম্বন করেও যদি যথা সময়ে নামাজ আদায় করা সম্ভব না হয় তাহলে বাসয় পৌছে সর্বাগ্রে ওই ওয়াক্তের নামাজ কাজা করে নিতে হবে।

কাজা নামাজ আদায়ের ভিন্ন কোনো পদ্ধতি নাই। স্বাভাবিক নামাজের ন্যায়ই আদায় করতে হয়। তবে শুধু নিয়তের ক্ষেত্রে কাজার বিষয়টি মাথায় রাখতে হবে।

উল্লেখ্য নামাজ কাজা হলে পরে তা আদায় করার বিষয়টি হাদিস দ্বারা সুপ্রমানিত।

যারা বলে কাজা নামাজ আদায় করতে হয় না তাদের এই কথা কুরআন সুন্নাহ সমর্থিত নয়।

প্রিয় প্রশ্নকারী!
এতো দীর্ঘ আলোচনা এজন্যই করা যেন আমরা সময়মতো নামাজ আদায়ের সচেতন ও যত্নবান হই আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর