লজ্জা ঈমানের অঙ্গ”-এই হাদিসের ব্যাখ্যা
প্রশ্নঃ ১৩১৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচ্ছেদ: ১৬. লজ্জা ঈমানের অঙ্গحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنَ الإِيمَانِ ".২৩। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদিন রাসূল (ﷺ) এক আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাঁর ভাইকে তখন (অধিক) লজ্জা ত্যাগের জন্য নসীহত করছিলেন। রাসূল (ﷺ) তাকে বললেনঃ ওকে ছেড়ে দাও। কারণ লজ্জা ঈমানের অঙ্গ।হাদিসটা বুঝতে পারলাম না । কি কারণে (" রাসূল (ﷺ) তাকে বললেনঃ ওকে ছেড়ে দাও। কারণ লজ্জা ঈমানের অঙ্গ।") বললেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রসিদ্ধ হাদিস ব্যাখ্যাতা হাফেজ ইবনে হাজার অসকালানী রহ.-সহ অন্যান্য মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, মূলত আনসারী সাহাবী যাকে উপদেশ দিচ্ছিলেন ওই ব্যক্তি প্রাকৃতিকভাবে অনেক বেশী লজ্জাশীল ছিলেন। যার ফলশ্রুতিতে অনেক সময় তিনি তার প্রাপ্য হক বুঝে আনতেও সংকোচ করতেন। এই কারণেই তিনি তাকে কিছুটা তিরস্কারমূলক উপদেশ দিচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সা. বললেন, তাকে তিরস্কার করো না। বরং তাকে তার এই সুন্দর স্বভাবের ওপর থাকতে দাও। কেননা লজ্জা ইমানের অঙ্গ।
সম্মানিত প্রশ্নকারী! প্রসঙ্গত আমরা এখানে একটি কথা বলে রাখতে চাই যে, আহলে হক ওলামায়ে যেই কারণে জেনারেল শিক্ষিত ভাইবোনদের জন্য ব্যাখ্যা বিশ্লেষণ এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধান ছাড়া সরাসরি কুরআন-হাদিসের অনুবাদ পড়তে নিষেধ করেন তার একটি জলন্ত উদাহরণ এই হাদিস।
কেননা, হাদিসের বহ্যিকরূপ দেখে মনে হয় সাহাবির বক্তব্যটি রাসূলুল্লাহ সা. এর সুন্নাহ পরিপন্থি। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। কাজেই আমরা অবশ্যই কুরআন হাদিস অধ্যয়ন করবো তা হতে হবে ওলামায়ে কেরামের রাহনুমায়ীতে। আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন