আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩১৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১ মাজার এর ভিতরে নামাজ পড়া যাবে কিনা । ২ মানুষ মারা গেলে আল্লাহ্ আল্লাহ জিকির করে বাড়ি থেকে বের করা যাবে কি না । এই প্রথম এক জায়গায় দেখলাম আল্লাহ্ আল্লাহ জিকির করে লাশ বাড়ি থেকে বের করল।

১৫ ফেব্রুয়ারী, ২০২২
Tripura ৭৯৯০১৩

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ইসলামের দৃষ্টিতে কাউকে মসজিদে ভিতরে কবর দেওয়া কিংবা কবরকে মসজিদে রূপ দেওয়া জায়েজ নাই। তবে যদি কবর চতুর্দিক থেকে উঁচু দেয়ালে বেষ্টিত থাকে এবং কবরের কোনো চিহ্ন বাইরে থেকে পরিলক্ষিত না হয় তহলে সেখানে নামাজ পড়া যেতে পারে।

লাশ বহনকারীদেন জন্য নিরবে জিকির আজকার করা ‍সুন্নত। সেটা যে কোনো জিকিরই হতে পারে। নির্দিষ্ট কোনো জিকিরকে অবশ্যক মনে করা, উচ্চস্বরে জিকির করা , কথা বার্তা বলা কিংবা কান্নাকাটি করা সুন্নাহ পরিপন্থি। মাকরূহ।

ইমাম কাসানি রহ. তার বিখ্যাত ফতোয়াগ্রন্থ বাদায়েউস সানায়ে’তে উল্লেখ করে বলেন,
وَيُطِيلُ الصَّمْتَ إذَا اتَّبَعَ الْجِنَازَةَ وَيُكْرَهُ رَفْعُ الصَّوْتِ بِالذِّكْرِ لِمَا رُوِيَ عَنْ قَيْسِ بْنِ عُبَادَةَ أَنَّهُ قَالَ : كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ ﷺ يَكْرَهُونَ الصَّوْتَ عِنْدَ ثَلاثَةٍ: عِنْدَ الْقِتَالِ، وَعِنْدَ الْجِنَازَةِ، وَالذِّكْرِ؛ وَلأَنَّهُ تَشَبُّهٌ بِأَهْلِ الْكِتَابِ فَكَانَ مَكْرُوهًا

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর