আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩১৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাতে নামাজ আদায় করার সময়ে যদি ওযু নষ্ট হয়ে যায় তখন করণীয় কী???

২৯ জানুয়ারী, ২০২২
West Bengal ৭০০১৫৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




জামাতে নামাজ পড়া অবস্থায় ওজু ছুটে গেলে তৎক্ষণাৎ ওজুর জন্য বের হয়ে যেতে হবে। ইমামের নামাজ শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকা যাবে না।
আমর ইবনুল হারেস থেকে বর্ণিত, তিনি বলেন, নামাজরত ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হলে কী করণীয় এ সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, সে ওজুর জন্য বের হয়ে যাবে এবং ওজু করে আসবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা- ৫৯৫০)

সালমান ফারসী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে কারো যদি নামাজে ওজু ছুটে যায় তাহলে সে যেন বের হয়ে ওজু করে আসে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা- ৫৯৫৪)
দুই. ওজু করে ফিরে এসে চাইলে- সে প্রথমত অজু করতে যাওয়া-আসার মধ্যখানে যদি কোন রোকন ছুটে থাকে তা আগে নিজে নিজে আদায় করে নিবে, তারপর ইমামের সাথে শরিক হবে, অথবা ওযু করে এসে সরাসরি ইমামের সঙ্গে নামাজে যোগদান করবে। ইমামের সালাম ফিরানোর পর তার যদি কোন রোকন ছুটে থাকে সে উঠে দাঁড়িয়ে বাকি নামাজ যথারীতি আদায় করবে। ওজু করে ফিরে আসতে আসতে যদি ইমামের নামাজ শেষ হয়ে যায়, তবে সে একাকি অবশিষ্ট নামাজ আদায় করবে।
তবে শর্ত হচ্ছে এ সময় কোনো প্রকার কথা বলা যাবে না। কথা বললে পূর্ণ নামাজ আদায় করতে হবে।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন