আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩১৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর , আমার সামনে পরীক্ষা । আমি পড়াশোনায় আল হামদুলিল্লাহ ভালো, কিন্তু পরীক্ষার দিন যতো কাছে আসছে পেরেশানি ততো বাড়ছে , কোনো আমল কি আছে যেটা করলে পড়াশোনা আমার কাছে সহজ হয়ে যাবে আর এই দুশ্চিন্তা দূর হবে ?

৩০ জানুয়ারী, ২০২২
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





বিস্তারিত জানতে নিচের রেফারেন্স উত্তরটি পড়ুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#৯৮৭৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
হুজুর আমি জেনারেল লাইনের শিক্ষার্থী। আল্লাহ চাইলে সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারি। তবে আমার দুঃখ যে আমি মাদ্রাসায় লেখাপড়া করতে পারিনি। এই বিষয়ে অভিযোগ করতে চেয়েও পারনি, কেননা মা-বাবা যদি আমার কথায় কষ্ট পান! কিছুদিন আগে আমি অনলাইনে Islamic Online Madrasah - IOM সম্পর্কে শুনি। সেখানে তিন বছর মেয়াদের আলিম কোর্সসহ আরো সিঙ্গেল কোর্সও করানো হয়। এটা দেখে আমার আবারও মাদ্রাসা পড়ার ইচ্ছেটা জেগে উঠেছে। হুজুর আল্লাহর রহমতে আমি হানাফি মত অনুযায়ী ইসলামি শরীয়ত অনুসরণ করার চেষ্টা করি, অর্থাৎ হানাফি মাজহাব। এখন আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে-

১) IOM এ আলিম কোর্সে অনেকগুলো বিষয়ের মধ্যে আকিদা এবং ফিকহ বিষয়ও অন্তর্ভুক্ত। যেহেতু আমি হানাফি মাজহাবের সেহেতু এই দুইটা বিষয় কি ঐখান থেকে শেখা উচিত হবে?
২) হুজুর আমি শুনেছি কোনো কাজের আগে পরামর্শ করলে ভালো। যেহেতু আপনারা অনলাইনেও ইসলামের খেদমতে মাশা - আল্লাহ নিয়োজিত আছেন, সেহেতু পরামর্শ করার জন্যে আল্লাহর নাম নিয়ে আপনাদেরকে ভরসা করা যায়। হুজুর তাঁদের ফেসবুক পেজ - Islamic Online Madrasah - IOM. আমার কি IOM এর কোনো কোর্সে ভর্তি হওয়া উচিত হবে? হুজুর আমার উপরের কথাগুলো বিবোচনা করে দয়া করে বলুন।
৩) আর যদি এটা না হয়, তাহলে আমার জন্যে অনলাইনে এমন কোনো কোর্স কি আছে?
[হুজুর আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আমাকে বলুন।]
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৩০ অক্টোবর, ২০২১
Dhaka