আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইমু বোর্ডে ইসলামিক কুইজ

প্রশ্নঃ ১৩১১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমু বোডে ইসলামিক কুইজ প্রতিযোগিতা হয়,যেখানে পুরুষ নারী সকলেই স্রবণ করে, এমনকি নারীদের কাছ থেকেও উত্তর নেওয়া হয়, এখোন হযরতের কাছে প্রশ্ন হলো.. ১ এভাবে ইমুতে ইসলামিক কুইজ প্রতিযোগিতা করা..?২ এবং নারীদের কাছ থেকে উত্তর নেওয়া শরিয়তে জায়েজ আছে কিনা, জানাবেন ইনশাআল্লাহ, প্রশ্নকারী... মুহাম্মাদ আজিজুল ইসলাম

২৯ সেপ্টেম্বর, ২০২৪
বীরগঞ্জ ৫২২০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রশ্নাটি থেকে যতটুকু বুঝা যায় আসলে এগুলো শরিয়তের কোনো গুরুত্বপূর্ণ কাজ নয়। সহজ ভাষায় বললে “অনেকটাই বিনোদান নির্ভর”। কাজেই মৌলিক কোনো কাজ থাকলে করা উচিত। না হলে অযথা এসব কাজে সময় নষ্ট করা উচিত নয়। তাছাড়া নারীপুরুষের একই গ্রুপে যুক্ত থাকা শঙ্কামুক্ত নয়। সাথে সাথে নারীর আওয়াজও সতরের অর্ন্তভূক্ত।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন