আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

চা পাতা দিয়ে মেহেদী ব্যবহার করা

প্রশ্নঃ ১২৮৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেকে চা পাতা ও মেহেদি দিয়ে নখে রং করে। যদি চা এর রং দিয়া নখে রং করা হয় তাহলে কি এটার জন্য নামাজ হবে না? চা এর রং আর নেইলপালিশ কি একই রকম ( চা জ্বল দিয়া গঢ় কেরে তা নখে দিয়া হয় এটা দিলে কি আজু হবে) মাথাতে চা এর লিকার দিয়ে রং করলে কি গোসল হবে?

৯ জুলাই, ২০২৪
Chattogram

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সৌন্দর্য ও সাজসজ্জা গ্রহনের ব্যাপারে শরিয়েতের একটি মূলনীতি হলো, যেসব বস্তুর মাধ্যমে সাজসজ্জা গ্রহন করা হচ্ছে যদি সেগুলোর মাঝে কোনো হারাম বা নাপাক পদার্থ না থাকে এবং সেগুলো ব্যাবহারের ফলে অজু গোসলের সময় শরীরের কোনো অংশে পানির ছোঁয়া লাগতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাহলে এজাতীয় সাজসজ্জা গ্রহন করা জায়েজ আছে। কিন্তু যদি এই দুইটি বিষয়ের ব্যত্যয় ঘটে তাহলে সেগুলো ব্যবহার করা জায়েজ নাই। কেননা প্রথমত এগুলোর সাথে নাপাকের সংমিশ্রয় আছে। দ্বিতয়ত এগুলো ব্যবহারের ফলে অজুগোসল হবে না। যার ফলশ্রুতিতে নামাজও হবে না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি চা এর রঙ্গের কারণে নখের মধ্যে পানি না লাগে তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে না।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন