কেমন ছিল রাসুলুল্লাহ (সা.) এর টুপি
প্রশ্নঃ ১২৭৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেকোন টুপি পরলে কি সুন্নত আদায় হবে?
২৬ আগস্ট, ২০২৪
গফরগাঁও
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর টুপি
-মাওলানা সাখাওয়াত উল্লাহ
*************
টুপি শব্দটির বাংলা অর্থ হলো মস্তকাবরণ বিশেষ, শিরস্ত্রাণ। এটি মূলত সংস্কৃত শব্দ থেকে এসেছে। টুপির বহুল পরিচিত আরবি ‘কালানসুওয়া’। এটি ‘কালসুন’ থেকে উদ্গত, এর বহুবচন হলো ‘কালানিস’। ‘কালানসুওয়া’ অর্থ শিরোভূষণ। বর্তমানে আরবরা টুপিকে ‘তাগিয়া’ (তাকিয়া) বলে। মহানবী (সা.) সর্বদা টুপি পরিধান করতেন। নামাজের সময় টুপি পরা বা মাথা ঢেকে রাখা সুন্নত। ইস্তেঞ্জার সময়ও মাথা ঢেকে রাখা সুন্নত। রাসুলুল্লাহ (সা.)-এর তিন বা ততোধিক টুপি ছিল। এগুলোর রং ও ডিজাইন বিভিন্ন ছিল। যেমন—সাদা, কালো, গোল, লম্বা, উঁচু, কানওয়ালা ইত্যাদি।
রাসুলুল্লাহ (সা.)-এর টুপি
হাফিজ আবু শাইখ ইসফাহানি (রহ.) তাঁর ‘আখলাকুন নবী’ গ্রন্থে ‘রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের টুপির বর্ণনা’ নামক আলাদা অধ্যায় সংযোজন করেছেন । সেখানে তিনি নিম্নোক্ত হাদিসগুলো উল্লেখ করেছেন।
১. আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদা টুপি পরিধান করতেন। (তাবরানি কাবির : ১৩/২০৪; আল-জামিউস সগির, হাদিস : ১০০৯২)
২. আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শামে (সিরিয়ার) তৈরি সাদা টুপি পরিহিত অবস্থায় দেখেছি।
৩. উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত, ‘সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন টুপি পরিধান করতেন, যা দ্বারা কান ঢাকা যায় এবং বাড়িতে অবস্থানকালে শামে তৈরি (সাধারণ) টুপি পরিধান করতেন। (আল জামে লি আখলাকির রাবী ওয়া আদাবিস সামে : পৃষ্ঠা ২০২; তারিখে দামেশক লিইবনিল আসাকির : ৪/১৯৩; আল-জামিউস সগির, হাদিস : ১০০৯৩)
৪. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিন প্রকার টুপি ছিল। সাদা তুলার আস্তরণবিশিষ্ট টুপি, ডোরাদার ইয়ামানি চাদর দ্বারা নির্মিত টুপি এবং কান ঢাকা যায় এমন টুপি। এটি তিনি সফরকালে পরতেন এবং কখনো কখনো নামাজ আদায়ের সময় সেটি সামনে রেখে দিতেন। (আখলাকুন নবী : ২/২১১-৩১৫)
৫. হাসান বিন মেহরান থেকে বর্ণিত, একজন সাহাবি বলেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে তাঁর দস্তরখানে খেয়েছি। আমি তাঁর মাথায় সাদা টুপি দেখেছি। (আল ইসাবাহ : ৪/৩৩৯)
৬. উমর ইবনে খাত্তাব (রা.) রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, ‘শহীদ হলো তিন ধরনের লোক। এমন মুমিন, যে তার বিশ্বাসে স্থির ও দৃঢ়। শত্রুদের মোকাবেলায় যে শহীদ হয়, এমন অবস্থায় যে সে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর পূর্ণ আস্থাবান ও বিশ্বাসী। কিয়ামতের দিন তার মর্যাদা এত উচ্চ হবে যে মানুষ তার দিকে এভাবে তাকাবে—এ কথা বলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মাথা তুললেন। তখন তাঁর টুপি পড়ে গেল। অথবা বলেছেন উমরের টুপি পড়ে গেল। বর্ণনাকারী বলেন, আমি জানি না, কার টুপির কথা বলা হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, না উমর (রা.)-এর। (মুসনাদে আহমদ, হাদিস : ১৪৬, জামে তিরমিজি, হাদিস : ১৬৪৪)
সাহাবায়ে কিরামের টুপি
সাহাবায়ে কিরাম সত্যের মাপকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁরা মহানবী (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করেছেন। হাদিস ও আসারের কিতাবে সাহাবায়ে কিরামের টুপি পরিধানের অসংখ্য প্রমাণ আছে। এখানে কয়েকটি বর্ণনা উদ্ধৃত হলো—
১. হাসান বসরি (রহ.) বলেন, লোকেরা [(সাহাবায়ে কিরাম) গরমের দিনে] পাগড়ি ও টুপির ওপর সিজদা করতেন। [সহিহ বুখারি, কিতাবুস সালাত, ‘প্রচণ্ড গরমের কারণে কাপড়ের ওপর সিজদা করা’ অধ্যায়]
ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, হাদিসে উল্লিখিত ‘লোকেরা’ শব্দ দ্বারা সাহাবায়ে কিরাম উদ্দেশ্য। (ফতহুল বারী, ১ম খণ্ড, পৃষ্ঠা ৫৮৮)
২. সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ বলেন, আমি প্রথম সারির মুহাজিরদের দেখেছি, তাঁরা সুতির পাগড়ি পরিধান করতেন, কালো, সাদা, লাল, সবুজ, হলুদ ইত্যাদি রঙের। তাঁরা পাগড়ির কাপড় মাথায় রেখে তার ওপর টুপি রাখতেন। তারপর তার ওপর পাগড়ি ঘুরিয়ে পরতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা : ১২/৫৪৫)
৩. উম্মে কায়স বিনতে মিহসান বর্ণনা করেন, হেলাল ইবনে ইয়াসাফ বলেন, আমি রাক্কায় (সিরিয়ার একটি এলাকা) গিয়েছিলাম। তখন আমার এক সঙ্গী আমাকে বলল, ‘তুমি কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবির কাছে যেতে চাও?’ আমি বললাম, এ তো গনিমত (সৌভাগ্য)। তারপর আমরা ওয়াবিসা (রা.)-এর কাছে গেলাম। আমি আমার সঙ্গীকে বললাম, দাঁড়াও, প্রথমে আমরা তাঁর আচার-আচরণ দেখব। তাঁর মাথায় দুই কানবিশিষ্ট টুপি ছিল, যা মাথার সঙ্গে মিশে ছিল। (সুনানে আবু দাউদ, হাদিস : ৯৪৯)
৪. আশআস (রহ.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, ‘আবু মুসা আশআরি (রা.) হাম্মাম থেকে বের হলেন। তাঁর মাথায় টুপি ছিল।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ২৪৮৫৯)
৫. আবু হাইয়ান বলেন, ‘আলী (রা.)-এর টুপি ছিল পাতলা।’ (তাবাকাতে ইবনে সাদ : ৩/২৩)
৬. আবদুল্লাহ ইবনে উমর (রা.) মাথা মাসেহর সময় টুপি উঠিয়ে নিতেন এবং অগ্রভাগ মাসেহ করতেন। (সুনানে দারে কুতনি, হাদিস : ৫৫; সুনানে কুবরা, বায়হাকি, হাদিস : ২৮৮)
৭. আবু ইসহাক আজরব (রহ.) থেকে বর্ণিত, ‘আমি আবু দারদা (রা.)-কে সাদা তুলার আস্তরণবিশিষ্ট ছোট টুপি পরিহিত অবস্থায় দেখেছি।’ (মুসতাদরকে হাকেম, হাদিস : ৫৪৫০)
উপরোক্ত বর্ণনা থেকে নির্দ্বিধায় বলা যায়, সাহাবায়ে কিরামের মধ্যে টুপি পরিধানের ব্যাপক প্রচলন ছিল।
والله اعلم بالصواب
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৪
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১