আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২৬৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুমার নামাজের আগে ওপরে যে সুন্নত নামায রয়েছে সেটা যদি না আদায় করি তাহলে কি জুমার নামাজ আদায় হবে না কিংবা আমি যদি জুমার নামাজ ৮ বা ৬ রাকাত পড়ি তাহলে কি কোনো সমস্যা হবে?

১৫ জানুয়ারী, ২০২২
ঢাকা ১২০৫

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





জুমার নামাজে দুই রাকাত ফরজ। আর তার আগে ও পরে চার রাকাত করে আরো আট রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা।
বিনা ওজরে সুন্নাতে মুয়াক্কাদা তরক করা জায়েজ নাই।

বাদাল জুমা বা জুমার দুই রাকাত ফরজ নামাজের পরে চার রাকাত নামাজ সুন্নাতে মুয়াক্কাদাহ, যা অবশ্যই পড়তে হয়। পরের চার রাকাত সুন্নতের সঙ্গে আরো দুই রাকাত নামাজ পড়া উত্তম।

হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ যখন জুমার ফরজ পড়ে তখন সে যেন বাদাল জুমা চার রাকাত পড়ে নেয়। (মুসলিম শরিফ, হাদিস নং ৮৮১)।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বিশিষ্ট সাগরেদ আবু আবদুর রহমান আসসুলামি (রহ.) বলেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) আমাদের জুমার আগে চার রাকাত এবং জুমার পরে চার রাকাত পড়ার আদেশ করতেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর