আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

অপ্রয়োজনে কেউ গুনাহের কথা জিজ্ঞেস করলে আপনি কি বলবেন?

প্রশ্নঃ ১২৬৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লহ বলেছেন নিজের গুনাহর জন্য সবসময় ইস্তিগফার করতে কিন্তু অন্য কারো কাছে প্রকাশ না করতে। কিন্তু কেউ যদি আমাকে আমার কোনো গুনাহ করেছি এমন ধরনের প্রশ্ন করলে আমি তখন কি তাকে বলবো হ্যাঁ আমি করেছি এটা!? না অস্বীকার করবো (যেহেতু আল্লহ নিষেধ করেছেন প্রকাশ করতে) আর যদি অস্বীকার তাহলে সেটা মিথ্যা হয়ে যাবে না? বিষয়টি যদি বিস্তারিত বুঝাতেন।জাজাকাল্লাহু খইরন

২৪ মে, ২০২৪
বরিশাল

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
যে কেউ (অর্থাৎ যিনি আপনাকে ইসলাহের পথ দেখাতে সক্ষম নন এমন ব্যক্তি) আপনাকে এজাতীয় প্রশ্ন করলে আপনি তার প্রশ্ন এড়িয়ে চলবেন। বলবেন গুনাহ করেছি কি না সেটা আপনার জানার দরকার কি؟ কেননা সেটা জানার মাধ্যমে সে আপনার কোনো উপকার করতে পারবে না। বরং আপনার গুনাহ সে প্রকাশ করে বেড়াবে।যেমন সাধারণ কোনো ব্যক্তির কাছে শারীরিক বড়ধরণের কোনো সমস্যার কথা বললে তিনি এটাকে প্রচার করা বৈ কিছুই করতে পারবে না। কিন্তু যিনি আপনাক ইসলাহের পথনির্দেশ করতে সক্ষম, প্রকৃত রুহানী চিকিৎসক, নিজের ইসলাহের উদ্দেশ্যে আপনি কেবল তার কাছেই আপনার গুনাহের কথা বলতে পারেন। যেমনটি বিশেজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে জটিল-কঠিন সকল সমস্যাই উল্লেখ করতে হয়।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর